Advertisement
Us Bangla Airlines
শেষ ম্যাচে সাত ছক্কা হাঁকিয়ে তানজিদের ‘৩৬’

শেষ ম্যাচে সাত ছক্কা হাঁকিয়ে তানজিদের ‘৩৬’

খেলা ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

বিপিএলে চলতি মৌসুমের শেষ ম্যাচ জেনেই খুলনার বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। মিরাজদের বিপক্ষে বাইশ গজে নামার আগে হয়তো বাউন্ডারি না মারার প্রতিজ্ঞা করেছিলেন এই ব্যাটার। তাতে ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুটা সেরেছিলেন তিনি। নাসুমকে প্রথম ওভারেই হাঁকিয়েছিলেন ৩টি ছক্কা।

অর্ধশতকের মাইলফলক ছোঁয়ার আগে আরও ৪টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ফিফটির পর অবশ্য একটি বাউন্ডারি মেরেছিলেন তানজিদ। তাতে চলতি মৌসুমের শেষ ইনিংসে ১ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন টুর্নামেন্টটির এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। 

বিপিএলের চলতি আসরে ১২ ইনিংসে ৩৬টি ছক্কা মেরেছেন এ ব্যাটার। এর মধ্যে প্রথম ছয় ম্যাচে মাত্র ৮টি ছক্কা মারেন তানজিদ, বাকি ছয় ম্যাচে তিনি মারেন আরও ২৮টি ছক্কা। সবমিলিয়ে দেশি ক্রিকেটারদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন তানজিদের দখলে। যদিও ঢাকার বিদায়ী ম্যাচে তানজিদের রেকর্ড রথও থেমেছে।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন তানজিদের যুবা বিশ্বকাপের সতীর্থ তাওহিদ হৃদয়। বিপিএলের গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ইনিংসে ২৪টি ছক্কা মেরেছিলেন টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। এবার ১২ ইনিংসেই হৃদয়ের চেয়ে ১২টি ছক্কা বেশি মেরেছেন শাকিব খানের দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

শরীফুলকে ছক্কা হাঁকিয়ে তানজিদের ইতিহাস, তামিমের অবস্থান কোথায়?

ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ১২ ইনিংসে ৪৪.০৯ গড় ও ১৪১.৩৯ স্ট্রাইক রেটে ৪৮৫ রানে আসর শেষ করলেন তানজিদ তামিম। ৪টি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরিও এই বাঁহাতি ওপেনার। দলের বাকিদের ব্যর্থতায় ঢাকা পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও ব্যাট হাতে সবার শীর্ষে থেকে মৌসুম শেষ করলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

বিপিএলে গেল মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তানজিদ তামিম। সেখানেও ১২ ইনিংসে ৩৮৪ রান করে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে ছিলেন তিনি। সবমিলিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করার তালিকায় চতুর্থ দেশি ক্রিকেটার এই বাঁহাতি। এ তালিকায় তানজিদের ওপরে রয়েছেন নাজমুল হোসেন, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

এমআই