
২৩ বছর বয়সেই সাত সেঞ্চুরি, জয়সোয়ালের নতুন রেকর্ড
খেলা ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৮:১৬
বয়স মাত্র ২৩ বছর ২৮৬ দিন। যশস্বী জয়সোয়াল যেন সময়কে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছেন। এর মধ্যেই টেস্ট ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি ওপেনার। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের ব্যাটিংয়ে দেখালেন সাবলীলতা, ধৈর্য আর শৃঙ্খলার দারুণ মিশেল। আর সেই সঙ্গে নিজের নাম তুললেন এক বিরল তালিকায়।
বয়স ২৪ বছর হওয়ার আগে ৭টি করে সেঞ্চুরি করেছিলেন বিশ্বের চারজন তারকা ক্রিকেটার। জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক ও কেন উইলিয়ামসনের পর এবার তাদের পাশে জায়গা করে নিলেন জয়সোয়াল। তবে তালিকার শীর্ষে থাকা তিন কিংবদন্তির নাম আরও চমক জাগানিয়া।
বয়স ২৪ হওয়ার আগে জয়সোয়াল থেকে বেশি সেঞ্চুরি করেছেন কেবল তিনজন। ডন ব্র্যাডম্যান ১২টি, শচীন টেন্ডুলকার ১১টি এবং গ্যারি সোবার্স করেছিলেন ৯টি টেস্ট সেঞ্চুরি।
২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়েছিল যশস্বী জয়সোয়ালের। টেস্ট অভিষেকেই ১৭১ রানের ইনিংস উপহার দেন তিনি। এরপর থেকেই ভারতের নিয়মিত ওপেনার হয়ে উঠেছেন। তার ধারাবাহিকতা বলছে, এটি কোনো হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠা নাম নয়। বরং, পরিকল্পিত উত্থান।
জয়সোয়ালের অভিষেকের পর থেকে টেস্টে ওপেনারদের মধ্যে এখন পর্যন্ত তার ব্যাট থেকে সর্বোচ্চ ৭টি শতক এসেছে। ভারতীয় ওপেনারের পরে এই তালিকায় আছেন ইংল্যান্ডের বেন ডাকেট, যার সেঞ্চুরি ৪টি। জয়সোয়ালের সাতটি শতক শুধু সংখ্যায় নয়, গুণেও সমৃদ্ধ। এর মধ্যে আছে দুটি দ্বিশতক—ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ ও অপরাজিত ২১৪।
এমআই