
জমি বিক্রি করে সংসার চালাচ্ছেন বিসিবি সভাপতি
খেলা ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২১:২৮
আইসিসির পেশাদার চাকরি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন তিনি। তবে বিসিবির এই গুরুত্বপূর্ণ পদে কোনো বেতন না পাওয়ায় সংসার চালানোর জন্য আশুলিয়ায় থাকা একটি জমি বিক্রি করেছেন তিনি।
একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বুলবুল জানান, ‘ফুলটাইম ক্রিকেটকে দিচ্ছি। একটা জমি ছিল আশুলিয়াতে, সেটা বিক্রি করে চলছি।’ জমি বিক্রির টাকায় কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে তিনি হাসি মিশ্রিত কণ্ঠে বলেন, ‘না খেয়ে থাকলে কি আর করা! আপনি খাওয়াই দিয়েন। কিছু একটা তো করতে হবে। এখনই বিশেষ কিছু ভাবছি না।’
বুলবুল আরও জানান, আগে ব্যবসা করতেন এবং মোবাইল টাওয়ারের স্টিল ওয়ার্কসে কাজ করতেন, যা ভালোই চলছিল। পরে আবাহনীর কোচিংয়ে যোগ দেওয়ায় ব্যবসা ছেড়ে দিয়েছেন।
তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় হিসেবেও ছিলেন এবং মজার ছলে বলেন, ‘মোহামেডান ক্লাবের কাছে পাই ২ লাখ ৪০ হাজার টাকা। এখনো ক্লাবে টাকা চাইতে গেলে লাঞ্চ খেয়ে চলে আসি! ওদের পরিবেশটা অসাধারণ।’
বিসিবির সদ্য সমাপ্ত নির্বাচনের প্রসঙ্গে তামিম ইকবালের ‘নোংরামি’ মন্তব্যের জবাবে বুলবুল বলেন, ‘নোংরামি শব্দটা মেনে নিতে পারছি না। নির্বাচনে যা কিছু হয়েছে সব গঠনতন্ত্র মেনে হয়েছে।’ দেশের ক্রিকেটের উন্নয়নে নিজের ব্যক্তিগত তহবিল খরচ করেই দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এমআই