
এনসিএলে মুশফিকের না খেলার কারণ জানা গেল
খেলা ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৯:৪৯
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে গতবারের মতো এবারও ছিল আগ্রহ ও প্রত্যাশার ছড়াছড়ি। গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এবারের আসর এখন ফাইনালের অপেক্ষায়। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
গত আসরের শেষ দিকে রাজশাহীর হয়ে মাঠে দেখা গিয়েছিল তাকে। এবার অবশ্য নাম লিখিয়েছিলেন সিলেট বিভাগের হয়ে। মুশফিকের এমন সিদ্ধান্তের কারণ অবশ্য জানা যায়নি। তবে শুরু থেকেই সিলেটের সঙ্গেও ছিলেন, কিন্তু কোনো ম্যাচেই মাঠে নামেননি। সেই থেকে গুঞ্জন—আসলে কেন খেললেন না মুশফিক?
অবশেষে মিলল উত্তর। দল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, শুরুর পরিকল্পনায় মুশফিকের কিছু ম্যাচ খেলার কথা থাকলেও সূচি পেছিয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। কারণ, আগেই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এই সূচিগত পরিবর্তনের কারণেই এনসিএলে আর মাঠে নামা হয়নি মুশফিকের।
প্রসঙ্গত, টানা কয়েক দিনের বৃষ্টিতে টুর্নামেন্টের প্রথম ধাপে খেলা কিছুদিন স্থগিত ছিল। পরে সূচি পরিবর্তন করে ফের মাঠে গড়ায় লিগের খেলা। এর মধ্যেই শেষ হয়েছে প্রথম কোয়ালিফায়ার, যেখানে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে খুলনা বিভাগ। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়াই করছে চট্টগ্রাম ও এলিমিনেটর জয়ী রংপুর।
এমআই