Advertisement
Us Bangla Airlines
আফগানদের বিপক্ষে ফিফটি করে সুখবর পেলেন তামিম

আফগানদের বিপক্ষে ফিফটি করে সুখবর পেলেন তামিম

খেলা ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সাইফ হাসানের সঙ্গে ৪০ বলে গড়েন ৬৩ রানের ঝড়ো ওপেনিং জুটি। সেই সঙ্গে খেলেন ৩১ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস, যা ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি।

তানজিদের এমন পারফরম্যান্সের সরাসরি প্রতিফলন দেখা গেছে আইসিসির র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় তিনি এগিয়েছেন ৪ ধাপ, উঠে এসেছেন ৩৫তম স্থানে। এই মুহূর্তে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন তানজিদই।

১২ ম্যাচেই ছক্কার সেঞ্চুরি, তামিম-ইমনদের ব্যাটিংয়ে রেকর্ডের ঝড়!

এশিয়া কাপে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে করেন ১৪ রান, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন রানশূন্য। তবে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে খেলেছেন আত্মবিশ্বাসী এক ইনিংস, যা বাংলাদেশকে জয়ের ভিত গড়তে বড় ভূমিকা রাখে।

তানজিদের পাশাপাশি উন্নতি হয়েছে জাকের আলী অনিকেরও। হংকংয়ের বিপক্ষে ব্যাট হাতে সুযোগ কম পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর মাঠে নামা জাকের গড়ে তোলেন শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি। 

৩৭তম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন তামিম

আফগানদের বিপক্ষে ১৩ বলে অপরাজিত ১২ রান করায় ৩ ধাপ এগিয়ে এখন তিনি রয়েছেন ৫৭তম স্থানে। যদিও স্লগ ওভারের জাকেরের এমন ব্যাটিংকে প্রশ্নবিদ্ধ করেছে।

অন্যদিকে, পারফরম্যান্সে কিছুটা পিছিয়ে গেছেন লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ঝলক দেখালেও পরের দুই ম্যাচে বড় রান আসেনি লিটনের ব্যাটে। যার ফলে এক ধাপ পিছিয়ে এখন তিনি ৪২ নম্বরে। পারভেজ ইমনও ভালো করতে পারেননি, যার ফলে ৮ ধাপ পিছিয়ে এখন ৭৫তম স্থানে আছেন।

এমআই