
৩৭তম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন তামিম
খেলা ডেস্ক
০২ জুলাই ২০২৫, ২১:২৭
শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। অভিষিক্ত পারভেজ হোসেন ইমনকে নিয়ে ২৯ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম। আসিথা ফার্নান্দোকে তুলে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পারভেজ। তাতেই ২৯ রানের উদ্বোধনী জুটি থেমে যায়।
পারভেজ আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছিলেন তানজিদ হাসান। শেষ পর্যন্ত ৬১ বলে ৬২ রান করে আউট হয়েছেন তিনি। যদিও এরপর মুহুর্তের মধ্যে বাকি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। তবে আউট হওয়ার রেকর্ডে নাম লিখে গিয়েছেন তানজিদ হাসান তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে নামার আগে ২২ ম্যাচে ২১ গড়ে ৪৬২ রান করেছেন তামিম। শ্রীলঙ্কা সিরিজে আর ৩৮ রান করলেই ওয়ানডেতে ৫০০ রানের তালিকায় নাম লেখাতেন তিনি। তবে সিরিজের প্রথম ম্যাচেই ৬২ রান করে বসেছেন এই ওপেনার। তাতে দেশের ৩৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ শতাধিক রান করেছেন তিনি।
তানজিদ রান পেলেও একাদশের বাকিরা ছিলেন বেশ বিপর্যস্ত। মাত্র ৫ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। তাতে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া টাইগাররা এখন পরাজয়ের ব্যবধান কমাচ্ছে।
এমআই