Advertisement
Us Bangla Airlines
৪৫ রানে তিন উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ

৪৫ রানে তিন উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ

খেলা ডেস্ক

১৭ জুন ২০২৫, ১৮:৫৬

ইংরেজিতে একটি প্রচলিত প্রবাদ আছে, ‘মর্নিং শোজ দ্য ডে।’ এর অর্থ হল, পুরো দিনটা কেমন যাবে তা দিনের শুরুর ওপর নির্ভর করে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেন এই প্রবাদের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রথম সেশনে ৪৫ রানে তিন উইকেট হারানোর পরেও চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ দল।

তিন টপঅর্ডারের উইকেট হারানোর পর টাইগারদের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ সেনানী দিন শেষে নিজেদের উইকেট অক্ষত রেখেছেন। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাতে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯২ রান। 

৪৫ রানে তিন উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ

দেড় বছরের বিরতি শেষে শান্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর মুশফিক পেয়েছেন ১২তম সেঞ্চুরির দেখা। তিনিও এমন ইনিংসের দেখা পেলেন ৩০০ দিন পর। দিনশেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত রয়েছেন। দুজন মিলে গড়েছেন ২৪৭ রানের জুটি। যা টেস্টের চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হয়েছে। গলে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। শুরুতেই (দলীয় ৫ রানে) আউট হয়েছেন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে তিনি আসিথা ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে স্লিপে ক্যাচ দেন। 

এরপর মুমিনুল হক এবং সাদমান ইসলাম মিলে যোগ করেন ৩৪ রান। দুজনকেই ফিরিয়েছেন অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রত্ননায়েকে। মুমিনুল ২৯ এবং সাদমান ১৪ রান করেছেন। তিন টপঅর্ডারের বিদায়ে সাবধানী শুরু করেছেন শান্ত এবং মুশফিক। এরপর লঙ্কানদের আর উদযাপনের উপলক্ষ্য দেননি তারা।

স্বাগতিক বোলাররা একাধিক সুযোগ সৃষ্টি করলেও তা শেষ পর্যন্ত কাজে লাগেনি। ফলে শেষ দুই সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। আগামীকাল ২৯৬ রান থেকে নতুন দিন শুরু করবেন শান্ত এবং মুশফিক। এই দুজনের পরে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন জাকের আলী ও লিটন দাস।

এমআই