
তামিম-ইমনের রেকর্ড গড়ার দিনে বাংলাদেশের বড় জয়
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১
১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন তানজিদ হাসান তামিম। ম্যাচ জয়ের দিনে রেকর্ডও গড়েছেন এই ওপেনার। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে এ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার (২৩) মালিক তিনি। তামিমের সঙ্গে এই তালিকায় আছেন আরেক ওপেনার পারভেজ ইমন। তিনিও আজ ছক্কার রেকর্ডে (২২) নাম লিখিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরু থেকেই নেদারল্যান্ডসের ব্যাটারদের ওপর চাপ তৈরি করে স্বাগতিক বোলাররা। মাত্র ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ডাচরা। বিপরীতে ১৩.১ ওভারেই জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন টপঅর্ডারের ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ। পারভেজ আউট হলেও অপরাজিত ছিলেন তানজিদ-লিটন #BANvsNED | #kheladotcom
Posted by Khela.com on Monday, September 1, 2025
ওপেনার তানজিদ তামিম ৫৪ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে লিটন দাসও খেলেন ১৮ রানের হার না মানা ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতেই সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এছাড়া ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমন ২১ বলে করেন ২৩ রান করে আউট হয়েছেন।
এর আগে শুরুতে বোলিং করে স্বাগতিকদের চেপে ধরেছিল টাইগাররা। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে জোড়া ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি এই স্পিনার নাসুম আহমেদ। টানা দুই বলে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিন আহমেদের বলে আরও একটি উইকেট হারায় ডাচরা।
একাদশে ফিরেই ঝলক দেখালেন নাসুম আহমেদ। বল হাতে আবারও উজ্জ্বল তাসকিন-মোস্তাফিজ #BANvsNED
Posted by Khela.com on Monday, September 1, 2025
মাত্র ৪ ওভারের মধ্যেই তিন উইকেট হারানো নেদারল্যান্ডস এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শতরান ছোঁয়াটাই হয়ে যায় বড় চ্যালেঞ্জ। শেষদিকে আরিয়ান দত্ত কিছুটা প্রতিরোধ গড়লেও মাত্র ১০৩ রানেই থামে ডাচদের ইনিংস।
বাংলাদেশের হয়ে নাসুম ৩টি, তাসকিন-মোস্তাফিজ ২টি ও মাহেদী-তানজিম একটি করে উইকেট শিকার করেছেন।
এদিকে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে—৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে। অব্যবহৃত বলের হিসেবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়, উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জয়।
এমআই