Advertisement
Us Bangla Airlines
এবার জয়ের খোঁজে হংকং যাচ্ছেন হামজারা

এবার জয়ের খোঁজে হংকং যাচ্ছেন হামজারা

খেলা ডেস্ক

১০ অক্টোবর ২০২৫, ১৪:৪২

এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে হংকংয়ের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ শুক্রবার দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ৩৪ সদস্যের কন্টিনজেন্ট দেশ ছেড়েছে। দলে ছিলেন হোম ম্যাচে খেলা ২৩ জন ফুটবলারই। 

এদিন যাত্রার আগে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিলেন ফাহমিদুল হক। কারণ, দলের ভিসা আগেই হয়ে গেলেও তার পাসপোর্ট আটকে ছিল চীনা দূতাবাসে। ইতালির একটি ক্লাব থেকে খেলে ৩০ সেপ্টেম্বর দেশে ফিরেছেন ফাহমিদুল। এরপরই ফেডারেশন তার পাসপোর্ট জমা দেয় হংকংয়ের ভিসার জন্য। সেই প্রক্রিয়াতেই সময় লেগে যায় বেশি। 

শেষ পর্যন্ত ফ্লাইট ছাড়ার মাত্র দেড় ঘণ্টা আগে পাসপোর্ট হাতে পান এই তরুণ ফুটবলার। শুক্রবার ছুটির দিন হলেও চীনা দূতাবাস বিশেষ ব্যবস্থায় দ্রুত পাসপোর্ট হস্তান্তর করে। বাফুফে স্টাফ সাড়ে ১১টায় দূতাবাস থেকে পাসপোর্ট নিয়ে ঠিক দুপুর বারোটার মধ্যেই ফাহমিদুলকে নিয়ে পৌঁছে যান বিমানবন্দরে। বোর্ডিংয়ের সময়সীমার ঠিক মধ্যেই তিনি দলে যোগ দেন।

তিন বিদেশফেরত ফুটবলার—হামজা (ইংল্যান্ড), সামিত (কানাডা) ও জায়ান আহমেদ (যুক্তরাষ্ট্র)—যেহেতু সংশ্লিষ্ট দেশের পাসপোর্টধারী, তাদের জন্য ভিসার প্রয়োজন হয়নি। শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ায় ফাহমিদুলের ক্ষেত্রে সেই বাধা এসে দাঁড়ায়।

ব্যাংককে যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ১০টায় হংকং পৌঁছাবে বাংলাদেশ দল। সেখান থেকেই শুরু হবে ম্যাচ-পূর্ব অনুশীলন। ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার লক্ষ্য একটাই—হংকংয়ে ঘুরে দাঁড়ানো। ফিরতি লেগে জয় চাই বাংলাদেশের।

এমআই