Advertisement
Us Bangla Airlines
‘বাংলাদেশের কোয়ালিফায়ারে খেলা মানায় না’

‘বাংলাদেশের কোয়ালিফায়ারে খেলা মানায় না’

খেলা ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ১৩:০৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। অথচ বাংলাদেশ এখনো ঘোরাঘুরি করছে দশ নম্বরে। এই বাস্তবতায় বিশ্বকাপে জায়গা করে নিতে হলে সরাসরি নয়, বাছাইপর্বের পথেই হাঁটতে হতে পারে মেহেদি মিরাজদের।

এমন অবস্থাকে ‘অস্বাভাবিক’ বলেই মানছেন দলের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। তার কথায়, বাংলাদেশের মতো দলের কোয়ালিফায়ারে খেলা মানায় না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘আমাদের আরও ওপরে থাকা উচিত ছিল। এখন সামনে তাকাতে হবে। বাকি ম্যাচগুলো জিতে কীভাবে সরাসরি বিশ্বকাপে যাওয়াই মূল টার্গেট।’

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে হারের পর চাপ বেড়েছে বাংলাদেশ দলের ওপর। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে—আজ দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচই ঠিক করে দিতে পারে, বাংলাদেশ সিরিজে টিকে থাকবে কি না। সাকিব জানালেন, দলের ভেতরে আলোচনার বিষয় এখন একটাই—ব্যাটিংয়ের স্ট্রাইক রোটেশন।

তিনি বলেন, ‘ডট বল অনেক বেশি হচ্ছে। ৫০ ওভারের ম্যাচে যদি নিয়মিত রান তুলতে না পারি, তাহলে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারি না। এ নিয়ে ড্রেসিংরুমে অনেক কথা হয়েছে।’

পেস বোলিং নিয়েও খোলামেলা কথা বলেন এই তরুণ। জানালেন, বল বাইরে-বাইরে না করে এখন ফোকাস স্টাম্পে বল করার দিকে। সাকিব বলেন, ‘এই উইকেট খুব কঠিন না, কিন্তু রান তোলা সহজও না। মাঝেমধ্যে বল থেমে আসছে, কখনও আবার বাড়তি বাউন্স। পেসারদের অ্যাটাক করতেই হবে, উইকেট নিতে হবে।’

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজেও যে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল দল, সেটা প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে। আজকের ম্যাচ জিততে না পারলে বিশ্বকাপের স্বপ্ন সরাসরি নয়, ঘুরপথে এগোতে হতে পারে। আর সেই পথ পছন্দ নয় তানজিম সাকিবের—‘কোয়ালিফায়ার খেলাটা বাংলাদেশের মানায় না।’

এমআই