
২৮১৯ দিন পর এমন হার দেখল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৩:১৮
২৮১৯ দিন—প্রায় আট বছর পর ওয়ানডে ক্রিকেটে ফের শতরানের নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। আর এই লজ্জাজনক পারফরম্যান্সের দিনে নতুন করে ইতিহাস লিখে ফেলল আফগানিস্তান। আবুধাবিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে প্রথমবার টাইগারদের ধবলধোলাই করল তারা।
২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামল মাত্র ৯৩ রানে। ২৭.১ ওভারেই থামে মিরাজদের ব্যাটিং দৌড়। এটাই আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসেও রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে আফগানদের বিপক্ষে গেল ম্যাচেই ১০৯ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে ১৮ বার ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। সর্বশেষ এমন ভরাডুবি ঘটেছিল ২০১৮ সালের ২৫ জানুয়ারি। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে—সেদিন স্কোরবোর্ডে ছিল মাত্র ৮২ রান। সময়ের হিসেবে গতকালের হারটি এসেছে ২৮১৯ দিন পর।
পছন্দের ওয়ানডে ফরম্যাটে লম্বা সময় ধরেই ছন্দে নেই বাংলাদেশ। মাঝে অধিনায়কত্ব পরিবর্তন করা হলেও ভরাডুবি বেড়েছে আরও কয়েক গুণ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছে মিরাজের দল। শেষ ওয়ানডেতে যেন টাইগারদের ব্যর্থতার কঙ্কাল প্রকাশ পেয়েছে।
গতকাল প্রথম ১৬ ওভার অপেক্ষার পর আফগানদের উদ্বোধনী জুটি ভাঙে তানভীর ইসলামের বলে গুরবাজ আউট হলে। তবে ততক্ষণে স্কোরবোর্ডে ৯৯ রান। ইব্রাহিম জাদরান ৯৫ রানে থামেন টানা দ্বিতীয় ম্যাচে, সেঞ্চুরি মিস করে। শেষদিকে মোহাম্মদ নবী মাত্র ৩৭ বলে ঝড়ো ৬২ রানে দলীয় সংগ্রহ নিয়ে যান ২৯৩-তে।
রান তাড়া শুরু থেকেই ছিল চাপে। ওপেনার নাঈম ৭ ও শান্ত ৩ রানে ফিরলে সেই চাপ আরও বেড়ে যায়। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় রশিদ খানের প্রথম ওভারেই—গুগলিতে বোল্ড হন হৃদয়। সাইফ হাসানও একই ওষুধে কাবু। প্রশ্নটা আবারও জেগে ওঠে—বাংলাদেশি ব্যাটাররা রশিদের বল পড়তে চেষ্টা করেন, নাকি তাঁর নামেই ভয় পান?
পরে রশিদকে ছাড়িয়ে আফগান পেসার বিলাল সামি ৫ উইকেট তুলে নিলে শেষ হয় টাইগারদের ইনিংস। এই ব্যর্থতায় বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সের করুণ চিত্রটা আরও স্পষ্ট হয়—শেষ ১৩ ওয়ানডে ম্যাচে জয় মাত্র একটিতে!
এই হারের মাধ্যমে বাংলাদেশ এক অপূর্ণ, রিক্ত সফর শেষ করে বাড়ি ফিরছে। তিন দিন পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু। প্রশ্ন উঠছে, আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে তো মিরাজের দল?
এমআই