Advertisement
Us Bangla Airlines
রিশাদের বোলিং ‘আকর্ষণীয়’ জানিয়ে যা বললেন বিলিংস

রিশাদের বোলিং ‘আকর্ষণীয়’ জানিয়ে যা বললেন বিলিংস

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ১৪:৩০

পিএসএলে প্রথমবার খেলতে গিয়ে নিজের প্রতিভার জানান দিচ্ছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগ স্পিনারের কল্যাণে দুই ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে তার দল লাহোর কালান্দার্স। কোয়েটার বিপক্ষে ৩ উইকেট তোলার পর গতকাল করাচি কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়েছে বাংলাদেশি লেগি।

রিশাদের কল্যাণের করাচির বিপক্ষে ৫ ম্যাচ পর জয়ের দেখা পেল লাহোর। করাচির মাটিতে তাদের হারিয়ে মূল কারিগর রিশাদ এবং শাহিন আফ্রিদি। উভয় বোলার ৩টি করে উইকেট পেয়েছেন। ইংনিসের প্রথম ওভারে ২টি উইকেট তুলে নেন শাহিন। রিশাদও নিজের স্পেলের প্রথম ওভারে ২টি উইকেট তুলেছেন।

২ ওভারে ৩ উইকেট নিয়ে করাচির মিডল অর্ডারের মেরুদণ্ডটাই ভেঙে দেন রিশাদ। এমনকি স্পেলের শেষ বলে আরেকটা উইকেট পেতে গিয়েই পেলেন না তিনি। তবে ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট তোলা রিশাদের বোলিংকে ‘আকর্ষণীয়’ বলছেন লাহোরের উইকেটরক্ষক ও ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস।

বাংলাদেশি লেগির বোলিং নিয়ে বিলিংস বলেন, ‘রিশাদের কথা অবশ্যই বলতেই হবে, তরুণ একটি ছেলে এখানে এসে যেভাবে বোলিং করছে… তার বোলিং আমি সরাসরি দেখছি এই প্রথম, তার সঙ্গে খেলছি প্রথমবার… অবিশ্বাস্যরকমের আকর্ষণীয় সে।’

তিনি আরও বলেন, ‘খেলাটির এই সংস্করণে রিস্ট স্পিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মাঝের ওভারগুলোয় এটিই উইকেট শিকারের একটি উপায়। সে (রিশাদ) অসাধারণ।’

লাহোর কালান্দার্সের হয়ে লম্বা সময়ে খেলেছিলেন রশিদ খান। রিশাদকে আফগান তারকার বিকল্প মানছেন স্যাম বিলিংস। তিনি বলেন, ‘সবশেষবার আমি যখন এখানে ছিলাম, মাঝের ওভারগুলোর জন্য আমাদের দলে ছিল রাশিদ খান এবং পেস আক্রমণকে দারুণভাবে সহায়তা করেছিল তা। এবার সে (রিশাদ) দলে দারুণ প্রভাব রাখছে এবং ভালো লাগছে যে, পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।’

এমআই