
রিশাদকে দলে নেওয়ার কারণ জানালেন শাহিন আফ্রিদি
খেলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১৩:৪৯
বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একাধিকবার ডাক পেলেও খেলতে যাওয়ার সুযোগ পাননি রিশাদ হোসেন। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বিসিবি থেকে অনাপত্তি পত্র পেয়েছেন টাইগার লেগ স্পিনার। পিএসএলে পূর্ণ মৌসুম খেলার অনুমতি পাওয়া রিশাদের গতকাল লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। আগ্রাসী হয়ে ওঠা কোয়েটার ব্যাটার রাইলি রুশোকে প্যাভিলিয়নে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রিশাদ হোসেন।
ম্যাচ শেষে বাংলাদেশি বোলারকে নিয়ে প্রশংসায় মেতেছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি রিশাদকে লাহোর দলে নেওয়ার কারণও জানিয়েছেন এই ফাস্ট বোলার।
রিশাদের পারফরম্যান্স নিয়ে শাহিন বলেন, ‘আজ পরিকল্পনার বাস্তবায়ন সঠিক ছিল এবং সবাই ভালো করেছে। আমরা এমন একজন বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারে উইকেট নেয়। তাই আমরা রিশাদকে বেছে নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ভিসের কিছুটা চোট ছিল।’
পাকিস্তানের এই তারকা পেসার আরও বলেছেন, ‘রিশাদই সেরা বিকল্প ছিল কারণ আসিফ আফ্রিদি তখন নতুন বলে বোলিং করছিলেন। বিলিংস একজন ৩৬০ ডিগ্রী প্লেয়ার এবং তার রান করার ক্ষমতা আছে। আমরা আশা করেছিলাম যে সে ভালোভাবে শুরু করবে এবং শেষ করবে।’
ম্যাচটিতে ব্যাট হাতে ১ বলে ১ রান করার পর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ৭ রান দেন রিশাদ। ফিরতি ওভারে এসে রাইলি রুশোর (১৯ বলে ৪৪) ছক্কা খেয়ে পরের বলেই তাকে বোল্ড করে দেন। নিজের কোটার শেষ ওভারে মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকে ফিরিয়ে আরও দুই শিকার ধরেন রিশাদ হোসেন।
এমআই