Advertisement
Us Bangla Airlines
রিশাদের প্রশংসায় মুখর সতীর্থরা, মালিকও দিলেন বিশেষ বার্তা

রিশাদের প্রশংসায় মুখর সতীর্থরা, মালিকও দিলেন বিশেষ বার্তা

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১৮:২৫

পাকিস্তানের সুপার লিগে (পিএসএল) গতকালই প্রথম খেলতে নেমেছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের দশম আসর মাতাবেন বাংলাদেশি স্পিনার। শুধু পিএসএল নয়, বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই রিশাদের প্রথম ম্যাচ ছিল। তবে অভিষেকেই চমক দেখিয়েছেন রিশাদ হোসেন।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে গতকাল ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। রাইলো রুশোকে সরাসরি বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রিশাদ। এই বাংলাদেশির কল্যাণে কোয়েটাকে ৭৯ রানে হারিয়েছে তার দল। এমনকি দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ওঠে এসেছে লাহোর কালান্দার্স। 

অভিষেকেই রিশাদের ঝলমলে পারফরম্যান্স দেখে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের সতীর্থরা। এমনকি দলটির মালিক  ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা রিশাদকে বাংলাদেশি ভাই সম্বোধন করে বিশেষ বার্তা দিয়েছেন। দেখে নেওয়া যাক রিশাদকে নিয়ে কে কী বললেন।

অভিষেকেই চমক: পিএসএলের রেকর্ডবইয়ে রিশাদের নাম

শাহিন আফ্রিদি: রিশাদের পারফরম্যান্স নিয়ে প্রথম প্রশংসা ঝরেছে অধিনায়ক শাহিন আফ্রিদির কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। চোটের কারণে ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি। তার জায়গায় রিশাদই ছিল সেরা পছন্দ। আজ (গতকাল) পরিকল্পনার বাস্তবায়ন সঠিক ছিল এবং সবাই ভালো করেছে।’

স্যাম বিলিংস: লাহোরের জয়ের ম্যাচে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস। ম্যাচ শেষে এই ব্যাটার রিশাদের প্রশংসা করে বলেন, ‘আমাদের দলে কয়েকজন দক্ষ বোলার আছে। আমার মনে হয় রিশাদ এসেই যেভাবে খেলেছে, তা দারুণ। সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই সংস্করণে কবজির স্পিন খুব গুরুত্বপূর্ণ। ওর নেওয়া রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ওর পারফরম্যান্সে খুব খুশি।’

ডেভিড ভিসা: আগের ম্যাচে তেমন একটা পারফর্ম না করায় বাদ পড়েছিলেন ডেভিড ভিসা। সাবেক প্রোটিয়া বোলারের জায়গায় সুযোগ পেয়ে বাজিমাত করেছেন রিশাদ। ম্যাচ শেষে ভিসাও রিশাদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘রিশাদ দারুণ বল করেছে, রশিদের জায়গায় তার মতো একজনকেই আমাদের প্রয়োজন ছিল। শাহীনের জন্য এটা বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে, কারণ রিশাদ দলে ভারসাম্য এনেছে। রিশাদকে পেয়ে আমাদের জন্য ভালো হয়েছে, সে দলের একজন সম্পদ।’

রিশাদকে দলে নেওয়ার কারণ জানালেন শাহিন আফ্রিদি

সামিন রানা: রিশাদকে হোটেল রুমে চমকে দিয়ে তার সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন দলটির মালিক সামিন রানা। গতকাল ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে আবারও রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোরের মালিক। তিনি বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’

এমআই