
দেশে ফিরেই কেন মিরপুরে গেলেন তামিম
খেলা ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১৭:১৮
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। মৃত্যুর দুয়ার থেকে কোনমতো ফিরে তামিম ভর্তি হয়েছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। গেল ২৮ মার্চ ডাক্তারের পরামর্শে হৃদরোগের জটিলতা কাটিয়ে বাসায় ফিরেছেন তামিম।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে পাড়ি জমান বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করে আজই বাসায় ফিরেছেন তামিম। তবে পেশাদার ক্রিকেটার হয়ে কীভাবে নিজেকে ক্রিকেট থেকে বিরত রাখবেন!
দেশে ফিরেই তামিম পাড়ি জমিয়েছেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে আবাহনী বনাম মোহামেডান দলের খেলা চলছিল। অসুস্থতার আগে মোহামেডানের হয়েই অধিনায়কত্ব করেছিলেন তামিম। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে নিজ দলের ম্যাচ দেখতেই মিরপুরে গিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
দুপুরের পর নিজ গাড়িতে মিরপুরে আসা তামিম শুরুতে প্রেসিডেন্ট বক্সে যান। সেখান থেকে নিচে মোহামেডানের ড্রেসিংরুমে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে দেখা করেন মোহামেডানের সতীর্থরাও। সবাই তামিমের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
মিরপুরে তামিম আসার আগে তার শারিরীক অবস্থার বর্ণনা দিয়েছেন চাচা আকরাম খান। তামিমকে নিয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’
উল্লেখ্য, গত মাসের শেষদিকে বিকেএসপিতে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে ব্লক ধরা পড়ায় কেপিজে হাসপাতালে তাঁর হার্টে রিং পরানো হয়। পরে অবশ্য শঙ্কা কেটে যাওয়া তামিম ফিরেছিলেন বাসায়। বর্তমানে অনেকটা সুস্থ আছেন দেশসেরা ওপেনার।
এমআই