Advertisement
Us Bangla Airlines
সাকিব-রিয়াদের পরেই সেরা হওয়ার তালিকায় নাসুম

সাকিব-রিয়াদের পরেই সেরা হওয়ার তালিকায় নাসুম

খেলা ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫২

একাদশে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন নাসুম আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২১ রানে শিকার করেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনারের দুর্দান্ত স্পেলেই ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা। অন্যদিকে ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

ম্যাচ জয়ের দিনে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন নাসুম আহমেদ। ৩৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি নাসুমের চতুর্থ ম্যাচ সেরার পুরস্কার। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ সেরা হয়েছেন কেবল দুই সাবেক অধিনায়ক—সাকিব আল হাসান (১২ বার) ও মাহমুদউল্লাহ (৫ বার)।

এবার সেরা ক্রিকেটার হওয়ার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন নাসুম। ৪টি ম্যাচ সেরার পুরস্কার আছে লিটন কুমার দাস (১০৯ ম্যাচ), মুশফিকুর রহিম (১০২ ম্যাচ), সৌম্য সরকার (৮৭ ম্যাচ) ও তাসকিন আহমেদ (৭৮ ম্যাচ)। তবে সবাই নাসুমের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

সিলেটের মাটিতে ম্যাচ সেরা হওয়া নাসুম সিলেটেরই সন্তান। ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আজকের ম্যাচ খেলতে পেরেছি, ভালো বল করতে পেরেছি, দল জিতেছে—এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া।’

ম্যাচের আগে মাঠে শিশিরের সম্ভাবনা নিয়ে উদ্বেগ থাকলেও সতর্ক প্রস্তুতির কারণে কোনো সমস্যা হয়নি বলে জানান নাসুম। তিনি বলেন, ‘আমরা বল ধরতে সমস্যা হতে পারে ভেবে অনুশীলনের সময় বল ভিজিয়ে বোলিং করেছি। সৌভাগ্যবশত তেমন কিছু হয়নি, ভালোভাবে গ্রিপ করতে পেরেছি।’

সবশেষ পাকিস্তান সিরিজে একাদশে ছিলেন নাসুম আহমেদ। ম্যাচ পরাজয়ের দিনে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন এই বোলার। সিলেটের মাটিতে একই চিত্র দেখা গিয়েছে।

এমআই