
বিপিএলে যুক্ত হচ্ছে আইপিএলে কাজ করা কোম্পানি
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন ও পরিচালনার দায়িত্ব এবার তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে। বহুল প্রতীক্ষিত এই সিদ্ধান্ত অবশেষে চূড়ান্ত করেছে বিসিবি। আগামী তিন মৌসুমের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'আইএমজি', যারা আইপিএলে কাজ করেছে।
বিপিএল পরিচালনায় পেশাদারিত্ব আনতে বেশ কিছুদিন ধরেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগের উদ্যোগে ছিল বিসিবি। এ লক্ষ্যে বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলে মোট সাতটি কোম্পানি আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, এবং যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস।
বিসিবি পরে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেয়ার পর তিনটি প্রতিষ্ঠানকে শর্টলিস্ট করে। এই প্রক্রিয়া সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আগেই জানান, ‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিছুটা সময় দরকার।’
অবশেষে আজ সোমবার বোর্ড সভায় আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
আইএমজি মূলত বিশ্বজুড়ে ক্রীড়া ও বিনোদনখাতে ইভেন্ট পরিচালনায় অভিজ্ঞ একটি প্রতিষ্ঠান। আইপিএল ছাড়াও তারা টেনিস, গলফ ও অন্যান্য আন্তর্জাতিক খেলাধুলায় ইভেন্ট ম্যানেজমেন্টে সুনাম কুড়িয়েছে। তাই তাদের বিপিএলে যুক্ত হওয়াকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে অনেকেই।
তবে আইএমজির সঙ্গে চুক্তিতে আর্থিক শর্তাবলি কী, বিসিবিকে কত অর্থ প্রদান করতে হবে বা তারা কত পারিশ্রমিক পাবে—এই বিষয়গুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এমআই