
বাংলাদেশে খেলতে আসছে চীনের নারী দল
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৯
চীনের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক। ক্রীড়াঙ্গনও দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের নারী দল ঢাকায় আসবে। আবার ২০ সেপ্টেম্বর বাংলাদেশের অ-১৭ দল লিজিয়াংয়ে খেলতে যাবে।
এই দুই পারস্পরিক সফরের আগে আজ বিকেলে বাংলাদেশে নিযু্ক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বিকেলে চীনা দূতাবাসে এই দ্বিপাক্ষিক বৈঠকের সময় আরো উপস্থিত ছিলেন বাফুফের অন্যতম দুই সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও ফাহাদ করিম।
বাংলাদেশ অ-১৭ দল শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলতে ১৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। এর এক সপ্তাহ পরই চীনে রওনা হবে আরেকটি অ-১৭ দল। বাফুফে একাডেমিতে থাকা ফুটবলাররা এতে অংশগ্রহণ করবেন। লিজিয়াং প্রদেশে তিয়ানু লিওফাং কাপে খেলবে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি। এখানে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এই টুর্নামেন্টে চীনের নানা দলের পাশাপাশি শ্রীলঙ্কার দলও আমন্ত্রিত। নভেম্বরে চীনে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই রয়েছে। এর আগে এই সফর বাংলাদেশের জন্য ভালো প্রস্তুতিই। আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশগ্রহণের সিংহভাগ ব্যয় বাংলাদেশকেই বহন করতে হবে।
চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে বাংলাদেশ অ-১৭ নারী মহিলা দল খেলবে। এই প্রতিযোগিতা কমলাপুর স্টেডিয়ামের আয়োজনের পরিকল্পনা করলেও সেটার বিকল্প খুজছে ফেডারেশন,।
‘সেপ্টেম্বর মাঝামাঝি টার্ফ প্রস্তুত না হলে আমরা জাতীয় স্টেডিয়াম ম্যাচ আয়োজন করব। ঐ ম্যাচে দর্শক ও অন্যান্য বিষয় নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করছি’, আজ সভা শেষে বলে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।
এমআই