
বিপিএলের দল বাছাই ও ড্রাফটের সময় জানালো বিসিবি
খেলা ডেস্ক
০২ জুলাই ২০২৫, ২০:১০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। গেল সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে এমনটাই জানিয়েছিলেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। এবার বিপিএলের দল বাছাই, ড্রাফটের সময় জানালেন টুর্নামেন্টটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম।
আজ (বুধবার) মিরপুর শের-ই-বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে বিপিএলের ড্রাফট নিয়ে মাহবুব আনাম বলেন, ‘প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি। ড্রাফটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না।’
এত দেরিতে ড্রাফট করার কারণও জানিয়েছেন বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে যেভাবে বলেছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে। আগস্টের মধ্যে যদি শেষ করতে পারি, এরপর ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত করার প্রক্রিয়ায় যাব।’
তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে যদি এটা আমরা শেষ করতে পারি তাহলে অক্টোবরে আমরা হয়তো ড্রাফটে যেতে পারি।’
আসন্ন বিপিএলে আমূল পরিবর্তন আনতে চলেছে বিসিবি। ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের দল বাছাইয়ে আলাদা নিয়ম করেছে ক্রিকেট বোর্ড। একটি দলকে অন্তত ৫ বছর বিপিএলে থাকতে হবে। পাশাপাশি বিপিএলে স্বচ্ছতা আনতে বাইরের সদস্যরাও বিপিএলের গভর্নিং কাউন্সিলে থাকবেন।
মাহবুব আনাম বলেন, ‘এবার নতুন ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার প্রক্রিয়ায় যাচ্ছে বোর্ড। এই মুহূর্তে আমরা প্রোডাকশন, পৃষ্ঠপোষক কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ নই। সবকিছু শুরু করছি একেবারে শূন্য থেকে। আগ্রহী পুরোনো ফ্র্যাঞ্চাইজিরাও আবেদন করতে পারবে, যদি তারা কোনোভাবে ঋণগ্রস্ত না হয়ে থাকে।’
এমআই