
দলের সঙ্গে যোগ দিলেন মেহেদী মিরাজ
খেলা ডেস্ক
১৯ জুন ২০২৫, ১২:১২
শ্রীলঙ্কার বিপক্ষে আট বছর পূর্ণাঙ্গ সফরে গিয়েছে বাংলাদেশে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়া এই সূচি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে। মাঝে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। লঙ্কা সিরিজ দিয়েই টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের যাত্রা শুরু হবে।
মিরাজ টেস্ট দলের সহ-অধিনায়ক। আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি। তবে শ্রীলঙ্কায় সাদা পোশাকের প্রথম ম্যাচে ছিলেন না এই অলরাউন্ডার। জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ায় মিরাজকে ছাড়াই গল টেস্ট খেলতে নামে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে প্রথম দুই দিন মাঠে দেখা যায়নি তাকে।
তবে অসুস্থতা কাটিয়ে আজ বৃহস্পতিবার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে গল স্টেডিয়ামে দেখা গেল মিরাজকে। দলের সঙ্গে টিম বাসে করে এসেছেন তিনি। এতদিন অবশ্য ছিলেন টিম হোটেলেই। সবকিছু ঠিক খাকলে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরবেন মিরাজ।
ড্রেসিংরুমে যেমন মিরাজের ফেরায় স্বস্তি, তেমনি গল টেস্টের দুই দিন শেষেও স্বস্তিতে মাঠে থাকা বাংলাদেশ দল। তৃতীয় দিনের শুরুতে ৪৯৫ রানে নিজেদের ইনিংস শেষ করেছে টাইগাররা। পরে বল করতে নেমে কট অ্যান্ড বোল্ডে ওপেনিং জুটি ভাঙেন তারকা স্পিনার তাইজুল ইসলাম।
এমআই