Advertisement
Us Bangla Airlines
এক ম্যাচে ৩ সুপার ওভার, ক্রিকেটে নতুন ইতিহাস

এক ম্যাচে ৩ সুপার ওভার, ক্রিকেটে নতুন ইতিহাস

খেলা ডেস্ক

১৭ জুন ২০২৫, ১৩:০৩

ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে দুইটি সুপার ওভার দেখা গিয়েছিল। এবার তিনটি সুপার ওভারের নতুন ইতিহাসের জন্ম দিল নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ। আইসিসির দুই সহযোগী দেশের মধ্যেকার জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে নেদারল্যান্ডস। জয়ের পাশাপাশি নতুন ইতিহাসের সাক্ষী হলো দলটি।

ত্রিদেশীয় সিরিজের এদিনের ম্যাচে স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫২ রান। ইনিংসটির মাঝামাঝি সময়েই বোঝা গিয়েছিল খুব বেশি চ্যালেঞ্জিং স্কোর হচ্ছে না নেপালের জন্য। জবাবে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা ভালো শুরু করলেও মাঝপথে উইকেট হারিয়ে চাপে পড়ে।
 
জয়ের জন্য শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১৬ রান। ক্রিজে ছিলেন লেজের সারির ব্যাটার নন্দন যাদব। তিনিই ম্যাচের চিত্র বদলে দেন দুই চার হাঁকিয়ে। একেবারে শেষ বলে হাঁকানো চার ম্যাচটাই টাই করে দেয়। 

প্রথম সুপার ওভারে নেপালের ওপেনার কুশাল ভুর্তেল ৫ বলে ১৮ রান করেন, যার মধ্যে ছিল কিছু মারকাটারি শট। মনে হচ্ছিল ম্যাচ এখন নিশ্চিতভাবেই নেপালের দিকেই যাচ্ছে। কিন্তু ম্যাক্স ও’ডাউড হলেন ডাচদের ত্রাতা। নেদারল্যান্ডসের ওপেনার পঞ্চম ও ষষ্ঠ বলে একটি ছয় এবং একটি চার হাঁকিয়ে আবারও স্কোর সমান করে দেন, ফলে খেলা যায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস আগে ব্যাট করে এবং এবার ও’ডাউড ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের একটি করে ছয়ের সৌজন্যে স্কোর হয় ১৭। কিন্তু আবারও নেপাল ফিরে আসে ম্যাচে। এবার শেষ বলে দীপেন্দ্র সিং আইরে বাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন।

আইসিসির নতুন নিয়ম মোতাবেক, ম্যাচের ফলাফল না আসা পর্যন্ত সুপার চলতে থাকবে। তাতে পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো তৃতীয় সুপার ওভারের দেখা মিলেছে।

তৃতীয় সুপার ওভারে বল হাতে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করে দেন অফ-স্পিনিং অলরাউন্ডার জ্যাক লায়ন-ক্যাশে। ৪ বলে কোনো রান খরচ না করেই তুলে নেন দুই উইকেট। নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল মাত্র একটি রান। ব্যাট হাতে নামেন মাইকেল লেভিট। সান্দীপ লামিচানের প্রথম বলেই আসে ছক্কা। তাতেই নাটকীয় জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনোই তৃতীয় সুপার ওভার দেখা যায়নি। ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে দুইটি সুপার ওভারের ঘটনা ঘটলেও এবারই তৃতীয় সুপার ওভার দেখা গিয়েছে। এছাড়া ২০২০ সালের আইপিএলে দুই ওভার সুপার ওভার দেখা গিয়েছে।

এমআই