Advertisement
Us Bangla Airlines
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন রেকর্ড আগে দেখেনি কেউ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন রেকর্ড আগে দেখেনি কেউ

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১৭:৪৩

বিশ ওভারের ক্রিকেটে রোমাঞ্চের প্রবণতা একটু বেশি। সেটাও যদি হয় সুপার ওভারের ম্যাচ, তবে তো আর বলার অপেক্ষা রাখে না। ৬ বলের খেলায় চার-ছক্কার ফুলঝুরি দেখার প্রত্যাশা থাকে দর্শকদের। এমনকি কোন বলে কত রান হচ্ছে তা কড়ায় গণ্ডায় হিসাব রাখা হয়। কিন্তু এবার সুপার ওভারের ম্যাচে কোনো রানই করতে পারেনি ব্যাটিং দল। 

গতকাল শুক্রবার এমন ঘটনা দেখা গিয়েছে মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে। যেখানে হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রানই করতে পারেনি বাহরাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। এমনকি এই ঘটনার মাধ্যমে সুপার ওভারে নতুন বিশ্বরেকর্ড গড়ল ম্যাচটি।

এর আগে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল আফগানিস্তানের। গত বছর ভারতের বিপক্ষে মাত্র ১ রান করেছিল রশিদের দল। অবশ্য সেটি ছিল ওই ম্যাচের দ্বিতীয় সুপার ওভার। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি টাই হলে প্রথম সুপার ওভারে দুদলই সমান ১৬ রান করে। পরে দ্বিতীয় দফা ম্যাচ সুপার ওভারে গড়ালে ১ রান তুলেই তিন বলের মাথায় দুটি উইকেট হারিয়ে অলআউট হয় আফগানিস্তান। 

এদিকে সুপার ওভারের নিয়ম মোতাবেক, তিনটি উইকেটে খেলা হয়। অর্থাৎ ৬ বলের মধ্যে ব্যাটিং দল দুটো উইকেট হারালেই সেখানে ব্যাটিং সমাপ্ত হবে। বাহরাইন ও হংকং ম্যাচে সেই কাণ্ডই দেখা গেছে। সুপার ওভারে আগে ব্যাটিং করতে নামা বাহারাইন দল প্রথম বল ডট হওয়ার পর পরের দুই বলে দুই উইকেট হারায়। ফলে শেষ তিন বল বাকি থাকলেও শূন্য রানে অলআউট হয় দলটি। 

বাহারাইন দলের এমন কাণ্ডে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সুপার ওভারে সর্বনিম্ন রান সংগ্রহের রেকর্ড হয়েছে। পাশাপাশি সুপার ওভারে মেডেন দেওয়ার কীর্তি গড়েছেন হংকং পেসার ইহসান খান। 

এমআই