Advertisement
Us Bangla Airlines
টেস্টে হাসানের ভালো লাগার মুহূর্ত কোনটি?

টেস্টে হাসানের ভালো লাগার মুহূর্ত কোনটি?

খেলা ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ২৩:৩৮

সাদা বলের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরু করেছিলেন হাসান মাহমুদ। সাবেক কোচ হাথুরে সিং এর পরামর্শে তাকে গত বছর লাল বলের ক্রিকেটেও ডাকা হয়। সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম বছরে এসেই বাজিমাত করে বসলেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। মাত্র ৯ ম্যাচেই প্রতিপক্ষের ৩০টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে নির্দিষ্ট এক বছরে এত উইকেট নিতে পারেননি কোনো পেসার। হাসানের এই দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে এসেছিল বাংলাদেশ। সবমিলিয়ে লাল বলে দুর্দান্ত শুরু নিয়ে বেশ উচ্ছ্বসিত হাসান মাহমুদ। দেশের এক গণমাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিমত ব্যক্ত করেন এই ফাস্ট বোলার।

লাল বলের ক্রিকেট সবসময় বেশি প্রাধান্য পায় জানিয়ে হাসান সাক্ষাৎকারে বলেন, ‘লাল বল আমার কাছে সব সময় সবকিছুর আগে প্রায়োরিটি। এমনিতে সব সংস্করণেই সব সময় চাই সবার আগে যেন নিজেকে ধরে রাখতে পারি। লাল বলে ক্রিকেট খেলতে নিজেকে ফিট রাখা জরুরি, ওই চেষ্টাও করে যাচ্ছি। শুধু টেস্ট নয়, সব ফরম্যাটেই একটা লম্বা ক্যারিয়ার দেখতে চাই।’

সাধারণত ম্যাচে উইকেট নেওয়া একজন বোলারের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়ে থাকে। টেস্টে লম্বা সময় প্রতীক্ষার পর পাওয়া উইকেট বোলারদের আনন্দ বাড়িয়ে দেয়। ফাস্ট বোলাররা গতি আর বাউন্সে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে বেশি ভালোবাসেন। তবে সাদা পোশাকের ক্রিকেটে হাসানের ভালো লাগার মুহূর্ত একটু ভিন্ন।

টেস্টে নিজের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তের কথা জানিয়ে হাসান বলেন, ‘নতুন বলে ব্যাটসম্যানকে বিট করতে পারলে অনেক আনন্দ লাগে। সুইং করে যখন বলটা বেরিয়ে যায়, তখন ভীষণ ভালো লাগে; আউট হলে তো আনন্দটা আরেকটু বেড়েই যায়। তবে সুইংয়ে ব্যাটারকে পরাস্ত করাই বেশি আনন্দ দেয়।’

তরুণ এই ফাস্ট বোলার জানান, প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করার পর থেকেই টেস্ট নিয়ে আত্মবিশ্বাসটা পেয়েছিলেন তিনি। হাসান বলেন, ‘লাল বলে ভালো করব, উইকেট নিতে পারব, ম্যাচ জেতাব; ওই বিশ্বাসটা তখন (প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করার পর) থেকেই ছিল।’

এমআই