
৬৫ বছর বয়সে একাই নিলেন ১০ উইকেট, কে এই ক্রিকেটার?
খেলা ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ২০:৫৯
বয়স ৬৫, এ বছরে ক্রিকেট! পেশাদার ক্রিকেটে এমন চিত্র দেখা মিলে না বললেই চলে। কিন্তু এই বয়সেও বাইশ গজে দাপট দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্র্যাডলি ও’ডেল। নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের ক্রিকেটে তিনি নিউক্যাসল সিটির হয়ে এখনো বাইশ গজ চষে বেড়াচ্ছেন। গত শনিবার গড়েছেন বিরল কীর্তি গড়েছেন বয়স্ক এই ক্রিকেটার।
ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের বিপক্ষে গেল শনিবার একাই প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছেন ৬৫ বছর বয়সী এই অজি স্পিনার। ১৩.৪ ওভারে ২০ রান খরচায় ১০ উইকেট শিকার করেন তিনি। এমনকি সেই ইনিংসে হ্যাটট্রিকও করেছেন এই স্পিনার।
অভিজ্ঞ ও’ডেলের স্পিন ঘূর্ণিতে একশো রানের আগেই গুটিয়ে যায় ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব। বয়স্ক অজি স্পিনারের তোপে মাত্র ৯২ রানে অলআউট হয় দলটি। যেখানে ও’ডেলের নেওয়া ১০ উইকেটের ৫টি ছিল ক্যাচ, ৩টি বোল্ড এবং ২টি এলবিডব্লিউ।
বাইশ গজে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ব্র্যাডলি ও’ডেল বলেছেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদ্যাপন করছিল। তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল। ব্যাপারটা দারুণ ছিল।’
কে এই ব্র্যাডলি ও’ডেল
অস্ট্রেলিয়ার নিউক্যাসল সিটি ক্রিকেট ক্লাবের আমরণ সদস্য ব্র্যাডলি ও’ডেল। দীর্ঘ সময় ধরে দলটির হয়ে ক্রিকেট খেলছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের ক্রিকেটে খেলে থাকেন ব্র্যাডলি ও’ডেল। যেখানে খেলার পাশাপাশি দলটির মেন্টর হিসেবেও কাজ করে থাকেন ৬৫ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগেও দলটির হয়ে একাই ৮ উইকেট তুলেছিলেন তিনি।
এমআই