
আফগানিস্তানকে পেলেই ‘ম্যাক্সিমাম’-এর ঝড় তুলেন ম্যাক্সওয়েল
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪
রশিদ-নবীদের যেন একটু বেশিই ভালোবাসেন গ্লেন ম্যাক্সওয়েল। রান খরার মাঝেও এই দলকে পেলে আগ্রাসী হয়ে ওঠেন অজি ক্রিকেটার। ২০২৩ বিশ্বকাপে হারতে যাওয়া ম্যাচকে ম্যাক্সওয়েল যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতিয়েছেন, তা ক্রিকেট বিশ্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু সেই ম্যাচ নয়, আফগানদের সঙ্গে খেলা সবশেষ ৫ আইসিসি টুর্নামেন্টেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই অস্ট্রেলিয়ান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিপক্ষে ৪১ বলে ৫৯ রান করেছিলেন ম্যাক্সওয়েল। যা পুরো দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর এক বছর আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার। আফগানদের থেকে সেবার যেন ছোঁ মেরে জয় ছিনিয়ে এনেছিলেন তিনি।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রশিদদের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ছিলেন ম্যাক্সওয়েল। সেই আসরে ৩২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে মোটে এক বল খেলার সুযোগ পেয়েছিলেন এই অজি ব্যাটার। আফগানদের বিপক্ষে সেই বলটাকেও বাউন্ডারিতে পরিণত করেছিলেন তিনি।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে রানের বন্যা বইয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ৪১৭ রানের বিশাল সংগ্রহের সেই ম্যাচে ম্যাক্সওয়েল করেছিলেন ৩৯ বলে ৮৮ রান। অজি ব্যাটারের এমন স্মরণীয় ইনিংসে ছিল ম্যাক্সিমামের ফুলঝুরি। ক্রিকেটে ‘ম্যাক্সিমাম’ বা সর্বোচ্চ অর্জন বলতে ছক্কাকেই বুঝায়। আফগানদের পেলে যেন ছক্কার আনন্দে মাতেন ম্যাক্সওয়েল।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ৭টি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২টি, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচগুলোতে অজি ক্রিকেটারদের হয়ে যা সর্বোচ্চ ছক্কা মারার ইনিংস।
চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালের টিকিট কাটতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। সব ঠিক থাকলে অজিদের জার্সিতে খেলতে নামবেন গ্লেন ম্যাক্সওয়েল। সেখান ম্যাক্সিমামের ঝড়ে ম্যাক্সওয়েল পুনরায় আফগানদের দুঃখ হয়ে উঠবেন কি না, এবার তা দেখা পালা।
এমআই