Advertisement
Us Bangla Airlines
আফগানিস্তানের জয় আর অঘটন নয়: শচীন

আফগানিস্তানের জয় আর অঘটন নয়: শচীন

খেলা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল আফগানিস্তান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এসে আবারও জয়ের দেখা পেল রশিদ-নবীরা। রানবন্যার রাওয়ালপিণ্ডিতে আগ্রাসী ইংলিশদের শেষ পর্যন্ত জিততে দেয়নি তারা। আফগানদের এমন রাজত্বকে আর অঘটন মানতে চাইছেন না ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার।

গতকাল লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন শচীন। আফগানদের প্রশংসা করে সেখানে তিনি লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ধীর এবং ক্রমাগত উন্নতি অনুপ্রেরণা দেয়ার মতোই। আপনি তাদের জয় আর অঘটন বলতে পারেন না।’

ইব্রাহিম জাদরান ও ওমরজাইয়ের অবদান উল্লেখ করে শচীন বলেন, ‘জয়কে তারা অভ্যাসে পরিণত করেছে। ইব্রাহিম জাদরানের দুর্দান্ত সেঞ্চুরি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের অসাধারণ ফাইফার আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’ 

আফগানিস্তানের এমন জয়ে উচ্ছ্বসিত আরেক ভারতীয় গ্রেট রবি শাস্ত্রীও। ভারতের সাবেক এই কোচ আফগানিস্তানের প্রশংসার পাশাপাশি কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডেরও, ‘আফগানিস্তান, তোমরা দুর্দান্ত। অসাধারণ করলে। আর ইংল্যান্ডকে বলছি, কোন অজুহাত ছাড়াই উপমহাদেশে খেলাকে সিরিয়াসভাবে নাও। এরপরেই কেবল তোমরা এমন দলের স্বীকৃতি পাবে যারা ভ্রমণ করতে পারে।’

এমআই