গাঙ্গুলি-কপিল দেবের কাতারে আফগানিস্তানের ইব্রাহিম
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৬
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে- মাঠের এক কোণে দাঁড়িয়ে ইব্রাহিম জাদরান যেন এই মন্ত্রই জপেছিলেন। ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার দায়িত্ব একাই কাঁধে নিলেন এই ওপেনার। দলকে টেনে নেওয়ার পাশাপাশি করেছেন ফিফটি। এরপর শতক, দেড়শো এবং ইতিহাস।
ইনিংসের শেষ ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে ইব্রাহিম যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছিল ১৭৭ রানের অনবদ্য ইনিংস। আফগানদের জার্সিতে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে কোনো ক্রিকেটারের ব্যাটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।
ইব্রাহিমের ইতিহাস গড়া ম্যারাথনে তছনছ হয়েছে রেকর্ডবুক। এমনকি ভারতের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি ও কপিল দেবের মতো ক্রিকেটারদের কাতারে যোগ দিয়েছেন এই ডানহাতি ওপেনার।
ابراهیم ځدراڼ د یو
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড সৌরভ গাঙ্গুলির দখলে। ১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রানের মারকাটারি ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। গাঙ্গুলির পরেই এই তালিকায় এবার অবস্থান নিয়েছেন ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ১৭৭ রানের ইনিংস খেলে দ্বিতীয় স্থানে জায়গা নিয়েছেন তিনি।
তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের প্রুডেনশিয়াল বিশ্বকাপে মাত্র ১৭ রানে ৫ উইকেট হারিয়ে বসা ভারতকে একাই টেনেছিলেন স্যার কপিল। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন।
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১৭৫ রানের ইনিংস আছে ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেওয়াগের। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই স্মরণীয় ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৬১ রানের অপরাজিত ইনিংস খেলে তালিকার পঞ্চম স্থানে আছেন তিলকারত্নে দিলশান। ২০১৫ সালের বিশ্বকাপে সেই ইনিংসটাও ছিল বাংলাদেশের বিপক্ষে।
এমআই