
জ্বরে আক্রান্ত মিরাজের প্রথম ম্যাচ খেলা হবে কি?
খেলা ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৫:৫৩
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই জ্বরে ভুগছিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক জ্বর নিয়েই লঙ্কা পাড়ি জমিয়েছেন। বাকিরা স্বাভাবিক পোশাকে গেলেও মিরাজ আলাদা করে জ্যাকেট ও মাস্ক পরে গিয়েছেন দ্বীপ দেশে। তবে জ্বরের প্রভাব বেশি থাকায় প্রথম দিনের অনুশীলনে তাকে পাওয়া যায়নি।
গতকাল সংবাদ সম্মেলনে মিরাজের জ্বরের ব্যাপারটি নিশ্চিত করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। মিরাজের অসুস্থতা দুশ্চিন্তার জানিয়ে বাকিদের সুযোগের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি টাইগার অলরাউন্ডারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান, এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।
সিরিজ শুরুর আগে আজ (সোমবার) গলে সংবাদ সম্মেলনে আসেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে মিরাজকে নিয়ে একই কথা জানিয়েছেন তিনি।
টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘মিরাজ আগের তুলনায় ভালো আছে। তবে এখনো পর্যবেক্ষণে রয়েছে।’ ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত টাইগার অলরাউন্ডারের জন্য অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত মিরাজকে না পাওয়া গেলে একাদশে সুযোগ পাবেন অফস্পিনার নাইম ইসলাম।
এদিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সুখস্মৃতি রয়েছে জানিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন। হ্যাঁ অবশ্যই ওটা কাজে দেবে। আমি বিশ্বাস করি, টপঅর্ডাররা ভালো শুরু এনে দিবে।’
এমআই