
৯ মাসে আরও ৩৮ ম্যাচ, কাদের বিপক্ষে খেলবে শান্তরা?
খেলা ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ১৩:০২
চ্যাম্পিয়নস ট্রফির পর প্রায় দুই মাস আন্তর্জাতিক ম্যাচ থেকে বিরত ছিলেন নাজমুল শান্তের দল। তবে চলতি মাস থেকে শুরু হচ্ছে ব্যস্ততা। জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরবে টাইগাররা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সবমিলিয়ে বছরের বাকি থাকা ৯ মাসে মোট ৩৮ ম্যাচ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা।
ভারত, পাকিস্তানসহ মোট ৬ দেশের বিপক্ষে এসব ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এর মধ্যে চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে পাকিস্তানে গিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজটিতেও থাকবে শুধু টি-টোয়েন্টি। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আগস্টে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
৯ মাসে যত ম্যাচ খেলবে বাংলাদেশ
এপ্রিল
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ২ টেস্ট। হোম সিরিজ।
মে
বাংলাদেশ–পাকিস্তান : ৫ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুলাই
বাংলাদেশ–পাকিস্তান : ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
এমআই