Advertisement
Us Bangla Airlines
কেন ওয়ানডের বদলে ৮টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান?

কেন ওয়ানডের বদলে ৮টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান?

খেলা ডেস্ক

৩০ মার্চ ২০২৫, ১৪:৪৩

চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ব্যস্ততা নেই। একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে পাকিস্তানের সঙ্গে খেলছে নিউজিল্যান্ড। কিন্তু আইপিএলের কারণে কিউই দলে তারকা ক্রিকেটাররা খেলছেন না। বাংলাদেশেরও আন্তর্জাতিক সূচিতে বর্তমানে ব্যস্ততা নেই। ডিপিএল খেলেই আপাতত সময় পার করছেন টাইগার ক্রিকেটাররা।

আগামী এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট খেলতে নামবে টাইগাররা। এরপর আগামী মে পাকিস্তানে সফর করবে বাংলাদেশ দল। 

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু উভয় দেশের সম্মতিতে সেই সফর থেকে ওয়ানডে ম্যাচ বাদ পড়ছে। ওয়ানডের পরিবর্তে পাকিস্তান সফরে অতিরিক্ত দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জরিমানার কবলে পাকিস্তানের ক্রিকেটাররা, কারণ কী?

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক মুখপাত্র। তিনি বলেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা পাকিস্তান সফরে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করেছি। এরপর পাকিস্তান যখন বাংলাদেশ সফরে আসবে, তারাও তিনটি টি-টোয়েন্টি খেলবে এখানে।’ 

বিসিবির ওই মুখপাত্রের মতে, ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে পাকিস্তানের বাংলাদেশ সফর এফটিপির আওতাভুক্ত নয়। বিসিবি ও পিসিবির সভাপতি গত মাসে চ্যাম্পিয়নস ট্রফিতে এই সিরিজের কথা চূড়ান্ত করেছে।

আগামী বছর (২০২৬) ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ওয়ানডে ম্যাচের পরিবর্তে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

এমআই