Advertisement
Us Bangla Airlines
পিএসএল খেলতে কতদিনের অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ

পিএসএল খেলতে কতদিনের অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ

খেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ১৯:৪৭

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৩ ক্রিকেটার। পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা, লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন এবং করাচি কিংসের হয়ে খেলবেন লিটন কুমার দাস। পিএসএলের দশম আসরকে ঘিরে এই তিন ক্রিকেটারকে অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটন ও রিশাদ পিএসএলের পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ রানা। বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। এর চারদিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ। ফলে পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। তাতে পেশোয়ার জালমির প্রথম ৫ ম্যাচ মিস করতে যাচ্ছেন নাহিদ রানা।

শোয়েব আখতার থেকে শেখার অপেক্ষায় নাহিদ রানা

তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। তাছাড়া টেস্ট দলের ভাবানায় নেই রিশাদ। তাই এই লেগিও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন।

করাচি কিংসে টিম সেইফার্টের প্রতিদ্বন্দ্বী হিসেবে হিসেবে জায়গা পেয়েছেন লিটন দাস। পাকিস্তান সিরিজে দারুণ ছন্দে রয়েছেন কিউই উইকেটরক্ষক। তাকে ছাড়িয়ে সেরা একাদশে জায়গা পেতে সেইফার্টকে নজরকাড়া কিছু করতে হবে।

এমআই