Advertisement
Us Bangla Airlines
জিম্বাবুয়ে সিরিজ: প্রস্তুতি ক্যাম্পের সময়-স্থান জানাল বিসিবি

জিম্বাবুয়ে সিরিজ: প্রস্তুতি ক্যাম্পের সময়-স্থান জানাল বিসিবি

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ১৮:৪৯

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এরপর আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ছিল না টাইগারদের কোনো ম্যাচ। তবে লম্বা সময়ের অবকাশ কাটিয়ে অবশেষে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরছে শান্ত বাহিনী। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।

নামের বিচারে জিম্বাবুয়ে কিছুটা খর্বকায় দল হলেও আগে থেকেই সতর্ক থাকতে চায় টাইগাররা। ফলে ঘরের মাটিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চললেও এই সিরিজকে ঘিরে আলাদাভাবে ক্যাম্প সারতে চায় নাজমুল শান্তের দল। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, সিলেটের মাটিতে ক্যাম্প করবে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পাওয়া ক্রিকেটাররা অংশ নিবেন। যদিও এখনও আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেনি বিসিবি। ডিপিএলে ১০ এপ্রিল ম্যাচ খেলেই জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

জানা যায়, যারা স্কোয়াডে থাকবেন, অনুশীলন ক্যাম্পে শুধু তারাই ডাক পাবেন। এর বাইরে অতিরিক্ত খেলোয়াড় ডেকে ডিপিএলের দল এবং কোনো ক্রিকেটারকে ক্ষতিগ্রস্থ করতে চায় না বিসিবি। এছাড়া দেশের মাটিতে খেলা হওয়ায় কোনো খেলোয়াড়কে পরিবর্তন করতে চাইলেও সেটা নিয়ে বিসিবিকে খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না।

এদিকে দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

এমআই