
গোল্ডেন টিউলিপে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি
খেলা ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে বনানীর চার তারকা হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক। হোটেলটির ছাদের ওপরে অবস্থিত সুইমিং পুলে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে ছয় বছর ও তদূর্ধ্ব বয়সীরা অংশগ্রহণ করতে পারছেন।
সম্প্রতি আয়োজক সংস্থা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে সাঁতার শিখতে পারছেন। শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে আলাদা ক্লাসের ব্যবস্থাও রেখেছে আয়োজক সংস্থা।
গোল্ডেন টিউলিপ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ ক্লাসগুলো এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে অংশগ্রহণকারীরা ধাপে ধাপে জলভীতি কাটিয়ে আনন্দের মধ্য দিয়ে সাঁতারের মৌলিক কৌশল আয়ত্ত করতে পারেন। এটি কেবল একটি ফান অ্যাক্টিভিটি নয়, বরং সুস্থ জীবনযাপন ও নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
কোর্স ফি কত?
সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ১৯টি ক্লাস অনুষ্ঠিত হবে, যার ৩টি প্র্যাকটিস ক্লাস। এর জন্য দুইভাগে কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ বছর বয়সীদের জন্য কোর্স ফি ১৫ হাজার টাকা এবং ১২ বছর বা তার বেশি বয়সীদের জন্য কোর্স ফি ১৮ হাজার টাকা।
এমআই