Advertisement
Us Bangla Airlines
শঙ্কামুক্ত তামিম ইকবাল, মাঠে ফিরবেন কবে?

শঙ্কামুক্ত তামিম ইকবাল, মাঠে ফিরবেন কবে?

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১৩:২৮

বিকেএসপিতে গতকাল হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া তামিম ইকবাল পরপর দুইবার হার্ট অ্যাটাক করেন। শারীরিক অবস্থার অবনতিতে তামিমকে জরুরি ভিত্তিতে সাভারের কেপিজে  হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। হার্ট ব্লক হয়ে যাওয়ায় রিংও পরানো হয় গতকাল। তবুও বাঁহাতি ওপেনারকে পুরোপুরি ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছিলেন ডাক্তাররা।

জীবনের কঠিনতম ইনিংসের ২৪ ঘণ্টা ইতোমধ্যে পেরিয়েছেন তামিম ইকবাল। অতঃপর এলো স্বস্তির খবর। আজ মঙ্গলবার দুপুরে জানা গেল, শঙ্কা পেরিয়ে গেছেন তামিম ইকবাল। যে কোন সময় পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে হাসপাতাল ছাড়তে পারবেন তিনি। 

সাভারের কেপিজে  হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, ‘একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।’

যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন।’  

এদিকে আজ সকালে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, দুপুরে তামিম ইকবালের কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হবে তাকে।

এমআই