Advertisement
Us Bangla Airlines
এখন কেমন আছেন তামিম ইকবাল? 

এখন কেমন আছেন তামিম ইকবাল? 

খেলা ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১১:৫৬

মোহামেডানের হয়ে টস করার পর আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। শারিরীক অবনতি এতটাই গুরুতর ছিল যে এয়ার এম্বুল্যান্সে তোলা সম্ভব হয়নি। এরপর তাকে সাভারের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পথিমধ্যেই দুইবার স্ট্রোক করে বসেন তামিম ইকবাল। বিকেএসপিতে বুকে ব্যথা থেকে লাইফ সাপোর্ট- তামিমেম এমন দুঃসময়ে পুরো বাংলাদেশ বসেছিল প্রার্থনায়।

কোটি মানুষের প্রার্থনায় সৃষ্টিকর্তার রহমতে বিকেলের দিকে তামিম কিছুটা সুস্থ হয়ে ওঠেন। জ্ঞান ফেরার পর পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। যদিও হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবু ডাক্তারের ভাষ্য, পরের ৪৮ ঘণ্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তিনি। দিন পেরিয়ে এখন কেমন আছেন তামিম ইকবাল?

বুকে ব্যথা থেকে লাইফ সাপোর্ট, তামিমের হয়েছিল কী?

সকালে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। তিনি জানান, এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান। শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি।

এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানালেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।

উল্লেখ্য, গতকাল সকালে ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে অল্প সময়ের মাঝেই দুবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। পরে সাভারের কেপিজি হাসপাতালে তাকে দ্রুতই স্থানান্তর করা হয়। সেখানেই টানা সিপিআর, ডিসি শক দিয়ে খানিক স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং পরানো হয় তামিমের হার্টে। 

এমআই