
ক্লাব ক্রিকেট নাকি জাতীয় দল, কোনদিকে যাবেন মুশফিক
খেলা ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১৬:৫১
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে মোহমেডানের হয়ে খেলছেন মুশফিকুর রহিম। আগামীকাল (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলে মুশফিকের উপস্থিতি নিয়ে চলছে দোলাচল।
ডিপিএলের মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আলাদা করে অনুশীলন করবে বাংলাদেশ দল। আগামীকাল জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। গুঞ্জন ছিল, প্রস্তুতি ক্যাম্প শুরুর ২ দিন আগেই সিলেটে যাবেন মুশফিকুর রহিম। তাতে ঢাকা ডার্বি ম্যাচে মোহামেডানের জার্সিতে এই ক্রিকেটারকে না দেখার সম্ভবনা প্রবল।
তবে মুশফিককে নিয়ে আশার বানী শোনালেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। তিনি বলেন, ‘মুশফিকের এখনও খেলার সম্ভাবনা রয়েছে, আমরা (তাকে পাব) আশা করছি ইনশা-আল্লাহ।’ আশার গল্প শোনালেও তিনি মুশফিকের খেলার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে পারেননি।
জানা গেছে, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মুশফিক দলে থাকবেন কি না তা ম্যাচের আগমুহূর্তে জানা যাবে। ডিপিএলে নিজের সবশেষ ম্যাচে ৫৭ বলে অপরাজিত ৭৫ রান করেছেন মুশফিকুর রহিম। তাতে অভিজ্ঞ এই ক্রিকেটারকে যেভাবেই হোক দলে পেতে চায় মোহামেডান।
এদিকে ডিপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে শীর্ষ অবস্থানে আবাহনী। হান্নান সরকারের দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট দখলে রেখেছে নম্বর ওয়ান স্পট। সমান সংখ্যাক ম্যাচ খেলে মোহামেডানের অর্জন ১৬ পয়েন্ট, তারা দুইয়ে অবস্থান করছে। ফলে কারণে উভয় দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
ঢাকা ডার্বি খ্যাত এই ম্যাচের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পূর্ববর্তী ক্যাম্প পিছিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে এই ম্যাচে।
খেলা শেষেই তারা সিলেটে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। তাতে শান্ত-মিরাজদের সঙ্গে মুশফিকও হতে পারেন একই পথের যাত্রী। ক্যাম্প শুরুর আগে মুশফিকের সিলেট যাওয়ার ঘটনায় অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, তিনি আগেভাগে সিলেটে পাড়ি জমাতে চেয়েছেন।
তবে সব দোলাচন কাটবে আগামীকাল আবাহনী-মোহামেডান ম্যাচ শুরুর আগ মুর্হূতে। ক্লাব ক্রিকেট নাকি জাতীয় দলের প্রস্তুতি, মুশফিকের গন্তব্য নির্ধারণ হবে কাল।
এমআই