Advertisement
Us Bangla Airlines
বোলিং নিয়ে নতুন লক্ষ্য জানালেন রিশাদের সতীর্থ

বোলিং নিয়ে নতুন লক্ষ্য জানালেন রিশাদের সতীর্থ

খেলা ডেস্ক

১৫ এপ্রিল ২০২৫, ১৯:২২

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। দলটির সবশেষ ম্যাচে অভিষেক হয়েছে তার। পিএসএলে নিজের প্রথম ম্যাচে বল হাতে নৈপুন্য দেখিয়েছেন রিশাদ, শিকার করেছেন ৩ উইকেট। রিশাদের সঙ্গে জুটি বেঁধে বল করা আসিফ আফ্রিদি পেয়েছেন ২ উইকেট।

লাহোর দলে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের একজন আসিফ আফ্রিদি। ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ড্রাফট থেকে লাহোর দলে সুযোগ পেয়েছেন। নিজেদের প্রথম ম্যাচে বেশ কিপটে বোলিং করেছেন তিনি। ৪ ওভারে খরচ করেছেন মোটে ১৫ রান। দ্বিতীয় ম্যাচেও উইকেট তুলে দলটিতে অবদান রেখেছেন তিনি।

এবার নিজের বোলিং নিয়ে নতুন লক্ষ্য জানালেন এই বয়স্ক ক্রিকেটার। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ জানান, উইকেট তোলার চেয়েও মিতব্যয়ী বোলিং করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বল করা এবং সবচেয়ে কম বাউন্ডারি দেওয়া।’

লাহোরের প্রথম ২ ম্যাচে ইনজুরি নিয়েই খেলেছেন আসিফ। সাক্ষাৎকারে সেটা স্বীকার করে আসিফ বলেন, ‘দৌড়ানোর সময় কিছুটা অস্বস্তি লাগে, কিন্তু খেলা শুরু হলে সব ভুলে যাই এবং খেলায় মনযোগ রাখি। ম্যাচ শুরু হলে আমার মন থাকে শুধুই ক্রিকেট।’

আধুনিক ক্রিকেটে বোলারদের জন্য পরিস্থিতি কতটা কঠিন হয়ে পড়েছে। সব ফরম্যাটেই বোলারদের অগ্নি পরীক্ষা দিতে হয়। ব্যাপারটি সর্ম্পকে নিজেকে অবগত জানিয়ে আসিফ বলেন, ‘বর্তমান ক্রিকেটে বোলাররা ভীষণ চাপের মধ্যে থাকে। পুরো ম্যাচের পরিকল্পনা না করে আমি বল ধরে ধরে পরিকল্পনা করি।’

নিজেদের ড্রেসিংরুম নিয়েও কথা বলেছেন এই অভিজ্ঞ স্পিনার। তিনি বলেন, ‘আমাদের দলটা পরিবারের মতো। সবাই খুব ভালোভাবে মিশে গেছে, ড্রেসিং রুমের পরিবেশটাও চমৎকার।’

এমআই