
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন ‘হট ফেভারিট’ রিশাদ হোসেন
খেলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৩:৩০
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাইয়ে আলোচনায় আসেন রিশাদ হোসেন। মাত্র ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েই ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কাড়েন টাইগার স্পিনার। বিশ্বকাপের পর গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ডাক পান রিশাদ হোসেন। তবে ভিসা জটিলতায় সেবার যেতে পারেননি।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশেও দল পেয়েছেন রিশাদ হোসেন। তবে বিপিএলের ব্যস্ততায় সেখানে যেতে পারেননি তিনি। এছাড়া জিম-আফ্রো টি-১০ লিগেও দল পেয়েছিলেন টাইগার লেগ স্পিনার। তবে বিসিবি থেকে অনাপত্তি পাওয়ায় সেখানেও যেতে পারেননি তিনি।
তবে গেল বছরের ডিসম্বরে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলেছেন রিশাদ হোসেন। সেখানে শিরোপা জিতেই ফিরেছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছেন রিশাদ। মাত্র ২ ম্যাচ খেলেই সবার নজরে আসেন টাইগার লেগ স্পিনার।
লাহোর কালান্দার্সের হয়ে ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের রানের টুঁটি চেপে ধরার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও শিকার করছেন এই লেগি। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার রিশাদ স্বাভাবিকভাবেই বাকিদের তুলনায় অতিরিক্ত বাউন্স আদায় করতে পারেন।
এছাড়া লেগস্পিন, গুগলি, গতি বৈচিত্র্য- বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাচ্ছেন নিয়মিতই। সবমিলিয়ে পিএসএলে ২ ম্যাচে বাজিমাত করা এই লেগিকে নিয়ে বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোও এখন আগ্রহ দেখাচ্ছে। দেশের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিনিধি সামি।
তিনি জানান, আগামী গ্লোবাল সুপার লিগে রিশাদকে দলে পেতে চায় বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স। এছাড়া ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে রিশাদকে দলে ভেড়াতে যোগাযোগ করেছে একাধিক দল। পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দলগুলোও রিশাদকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এর বাইরে গ্লোবাল সুপার লিগ, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, জিম-আফ্রো টি-টেনের দলগুলো রিশাদকে এবারের মৌসুমে দলে পেতে চাইছে।
বাংলাদেশের ঘরোয়া লিগের অনিয়মিত মুখ রিশাদকে নিয়ে বিশ্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কেন এত কাড়াকাড়ি, পিএসএলে তার কিছুটা প্রমাণ দিয়েছেন রিশাদ। এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সাকিব-মোস্তাফিজের পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করবেন রিশাদ হোসেন।
এমআই