Advertisement
Us Bangla Airlines
বল হাতে বাজিমাত, তিন ম্যাচেই শীর্ষে রিশাদ হোসেন

বল হাতে বাজিমাত, তিন ম্যাচেই শীর্ষে রিশাদ হোসেন

খেলা ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১৩:৪২

মঞ্চটা প্রস্তুত ছিল। মুলতানের বিপক্ষে ৩ উইকেট পেলেই রেকর্ড গড়তেন রিশাদ হোসেন। তবে সেটা আর হলো না। খরুচে হওয়ার দিনে রিশাদ পেলেন দুই উইকেট। তাতেই পিএসএলে খেলা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় নাম লেখালেন তিনি।

কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলেছিলেন রিশাদ। নিজের দ্বিতীয় ম্যাচে করাচির বিপক্ষেও ৩ উইকেট উইকেট পেয়েছেন তিনি। এরপর গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান খরচায় ২ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।

রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

সবমিলিয়ে ৩ ম্যাচে ১২ গড়ে, ১২ স্ট্রাইক রেটে ৮ উইকেট তুলেছেন রিশাদ হোসেন। তাতে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেলেন। রিশাদ ছাড়া পিএসএলে ৮ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান।

২০১৭ ও ২০১৮ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৯টি ম্যাচ খেলেন মাহমুদউল্লাহ। বল হাতে দুবার ৩টি করে উইকেট নিয়েছেন অফ স্পিনে। সবমিলিয়ে পিএসএলে ৭ ইনিংসে তার উইকেট সংখ্যা ৮টি। পিএসএলে ১২ ইনিংসে ৮ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। 

রিশাদের সামনে নতুন রেকর্ডের হাতছানি

পিএসএলে বাংলাদেশি বোলারদের হয়ে একাই শীর্ষ স্থান দখল করতে রিশাদের প্রয়োজন আর ১ উইকেট। এদিকে পিএসএলের পুরো মৌসুম খেলার জন্য অনাপত্তি পত্র পেয়েছেন এই ক্রিকেটার। তাতে লাহোরের বাকি ম্যাচগুলোতে সুযোগ পেলে নিশ্চিতভাবে সাকিব-রিয়াদকে ছাড়িয়ে যাবেন রিশাদ হোসেন।

এমআই