
বিশ্ব ক্রিকেটে এক নম্বর হতে চান মিরাজ
খেলা ডেস্ক
১৩ মে ২০২৫, ১৯:০৬
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজের প্রথম টেস্টের উভয় ইনিংস বল হাতে ফাইফার নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে আরও কার্যকরী ছিলেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১০৪ রান করার পর বল হাতে পেয়েছিলেন সিরিজের তৃতীয় ফাইফারের দেখা।
মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ের পাতায় এসেছে বদল। টেস্ট সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে ওঠেছেন মিরাজ। তার রেটিং পয়েন্ট ৩২৭। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭৩। তবে মিরাজের চোখ র্যাঙ্কিংয়ের চূড়ায়।
আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের অপরিহার্য মুখ। সেখানে টেস্ট র্যাঙ্কিং নিয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার।
নিজের র্যাঙ্কিং নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে; তো ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট ভাবে এগোতে চেষ্টা করছি।’
বাংলাদেশের জার্সিতে যেকোনো লক্ষ্য অর্জন করাটা মিরাজের কাছে অনেক ভালো লাগার ব্যাপার। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘এমন মাইলফলক (টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী) হলে তো ভালোই লাগবে। যেকোনো সংস্করণই হোক, বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তা অনেক ভালো লাগার ব্যাপার।’
র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে জায়গা নেওয়ার পর আইসিসি থেকে আরেকটি সুখবরও পেয়েছেন এই ক্রিকেটার। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়নও পেয়েছেন তিনি। সেখানে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের প্রতিদ্বন্দ্বী এখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সিরিজে ৪১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন মেহেদি মিরাজ। টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদযাপন করা দ্বিতীয় ক্রিকেটার তিনি। মিরাজের আগে এই অর্জনে একমাত্র ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথাম। ১৯৮৪ সালের ২০ জানুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।দ
এমআই