
দায়িত্ব পেয়েই দুই ফাহিমকে পদোন্নতি দিলেন আমিনুল
খেলা ডেস্ক
৩০ মে ২০২৫, ২১:৩৮
নয় মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের পরিবর্তন এসেছে। ফারুক আহমেদকে ক্ষমতাচুত্য করায় তার জায়গায় দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতির চেয়ারে বসেই গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রলেপটা দিয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান।
বিসিবিতে লম্বা সময় রাজত্ব করেছিলেন নাজমুল হাসান পাপন। লম্বা সময়ের দায়িত্বে সহ-সভাপতি পদে কখনোই কাউকে সুযোগ দেন নাই পাপন। এ নিয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন বারবার। দিয়েছেন দায়সারা বক্তব্য। পাপনের পরে সভাপতি পদে বসা ফারুকের চিত্রও একই।
তবে ফারুকের বিদায়ের পর দায়িত্বে এসেই গঠনতান্ত্রিক প্রক্রিয়া মানলেন আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বাধীন বোর্ডে নতুন দায়িত্ব পেয়েছেন দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং ফাহিম সিনহা। বিসিবির এই দুই পরিচালক পেয়েছেন সহ-সভাপতির পদ।
ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও গেম ডেভেলপমেন্টের প্রধান ফাহিম সিনহা সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন।
দীর্ঘদিন আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করা আমিনুল এবার হাল ধরেছেন দেশের ক্রিকেটের। বিসিবির দায়িত্ব নিয়ে আগ্রহের কথা জানিয়ে বুলবুল বলেছেন, ‘বিসিবি সভাপতির দায়িত্ব নেব বলে চাকরিটা ছেড়েই এসেছি বলতে পারেন। বর্তমান চুক্তির আর এক মাস মেয়াদ বাকি আছে আমার। আমি আইসিসির সঙ্গে কথা বলেই এখানে এসেছি।’
বিসিবিতে দায়িত্ব নিলেও বেশি দিন থাকবেন না বুলবুল। মাত্র তিন মাস দায়িত্ব পালন করে বিসিবির নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব ছাড়বেন তিনি।
এমআই