
বাংলাদেশের প্রধান সমস্যা চিহ্নিত করলেন তানজিম সাকিব
খেলা ডেস্ক
৩১ মে ২০২৫, ১৪:৪২
পাকিস্তানের পিচে রান হওয়া নতুন কিছু নয়। নিজের শক্তি আর সামর্থ্যের ওপর বিশ্বাস রাখলে নিয়মিতই বড় রান করা সম্ভব। অতীতের আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি পিএসএলেও একই চিত্র দেখা গেছে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এখানেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। দুই শতাধিক রানকে পাহাড়সম মনে করছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে মানসিকতায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে জানিয়েছেন লিটন দাস। এর আগে টাইগারদের স্পিন বোলিং কোচ প্রথম ম্যাচ শেষে একই কথা শুনিয়েছেন। গতকাল বড় পরাজয়ের পর তানজিম সাকিব অবশ্য প্রধান কারণ হিসেবে ভিন্ন কারণ চিহ্নিত করেছেন।
ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়া এ অলরাউন্ডার ম্যাচ শেষে বলেন, ‘আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে বেশি মনোযোগ দিতে হবে।’
পাকিস্তানে রানবন্যা স্বাভাবিক বিষয় জানিয়ে তানজিম বলেন, ‘আসলে উইকেট হিসাব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’
স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করে এসেছেন বলে তাদের ওপর কামব্যাকের বিশ্বাস আছে তানজিম সাকিবের, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে।’
‘আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে’- যোগ করেন তিনি।
এমআই