Advertisement
Us Bangla Airlines
বৈভবের মতো এভাবে সেঞ্চুরি করেনি আর কেউ!

বৈভবের মতো এভাবে সেঞ্চুরি করেনি আর কেউ!

খেলা ডেস্ক

২৯ মে ২০২৫, ১৬:৩৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ইতোমধ্যে ৯টি সেঞ্চুরি হয়েছে। আইপিএলের ইতিহাসে সবমিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ১১০টি। মোট ৫৮ জন ব্যাটার মিলে আইপিএলে শতাধিক সেঞ্চুরি করেছেন। শতক হাঁকানোর তালিকায় সবার ওপরে আছেন বিরাট কোহলি। আরসিবির হয়ে খেলা কোহলির সেঞ্চুরি মোট আটটি।

চলতি আসরে আটটি হাফসেঞ্চুরির ইনিংস খেললেও শতকের দেখা পাননি বিরাট কোহলি। তবে ৯ সেঞ্চুরিতে আসর মাতিয়েছেন অন্যান্য ব্যাটাররা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রাজস্থান রয়্যালসে খেলা বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়েছেন এই ব্যাটার।

রেকর্ড গড়া বৈভব কোন ক্লাসে পড়েন?

গ্রুপ পর্বে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৭ চার এবং ১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। সব মিলিয়ে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর মধ্যে শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৯৪ রান। অর্থাৎ বাউন্ডারি থেকেই সেঞ্চুরি ইনিংসের ৯৩ শতাংশ রান এসেছে।

আইপিএলে ৫৮ জন ব্যাটার সেঞ্চুরি করলেও সূর্যবংশীর মতো এভাবে সেঞ্চুরি করেনি আর কেউ। এর আগে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান বাগিয়ে শতক হাঁকিয়েছেন রাজস্থানের আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল। ২০২৩ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করা সেঞ্চুরির ৯০ শতাংশ রান বাউন্ডারি থেকে করেছেন তিনি।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। আইপিএলের উদ্বোধনী আসরে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর মধ্যে ৮৯ শতাংশ রান বাউন্ডারিতে এসেছিল। এরপর রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনিও উদ্বোধনী আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। যার মধ্যে ৮৮ শতাংশ রান এসেছিল বাউন্ডারিতে।

এমআই