
শিরোপা ছাড়াই সেঞ্চুরির শীর্ষে, আইপিএলের সেরা দল কোনটি?
খেলা ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ২০:০৫
বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। নাম ও মানের বিচারে গত ১৮ বছরে আইপিএলের ধারেকাছেও ঘেঁষতে পারেনি কোনো টুর্নামেন্ট। ইদানীংকালে আইপিএল মানেই যেন রানের ফোয়ারা। চলতি আসরে ক্রিকেটারদের ব্যাট যেন তরবারির মতো চলছে।
আইপিএল শুরুর আগেই এক ইনিংসে ৩০০ রান করার গল্প শুনিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এখন পর্যন্ত ৩০০ রানের দেখা না মিললেও নিয়মিত রানের ফোয়ারা দেখা গিয়েছে। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ২২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৯ ম্যাচে ২০০-এর বেশি রানের দেখা মিলেছে।
ইংনিসের হিসেবে এই সংখ্যাটা আরও বেশি। এখন পর্যন্ত মোট ১৫ ইনিংসে ২০০ বা তার বেশি রান দেখেছে এবারের আইপিএল। রান বন্যার ম্যাচে অবশ্য খুব একটা শতকের দেখা মিলেনি। ২২ ম্যাচে মাত্র ২ জন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন।
আসরের দ্বিতীয় ম্যাচে শতক হাঁকিয়েছেন হায়দারাবাদের টপ অর্ডার ব্যাটার ইশান কিসান। এরপর গতকাল ২২তম ম্যাচে চেন্নাইয়ের সঙ্গে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্য। প্রীতির দলের হয়ে ওপেনিং করা এই ব্যাটার মাত্র ১৯ বলে পেয়েছেন ফিফটির দেখা, শতক করেছেন মাত্র ৩৯ বলে।
প্রিয়াংশের শতকে সেঞ্চুরির সংখ্যায় আরও এক ধাপ এগিয়েছে পাঞ্জাব কিংস। অবশ্য আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড এখনো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দখলে। আইপিএলে কখনো শিরোপা না জেতা এই দলের সেঞ্চুরির সংখ্যা ১৯টি। ৭ জন ব্যাটার মিলে ১৯টি শতক হাঁকিয়েছেন।
ক্রিকেটারের সংখ্যায় অবশ্য সবার ওপরে পাঞ্জাব কিংস। দলটির হয়ে এখন পর্যন্ত ১৪ ব্যাটার ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যার সবশেষ সংযোজন প্রিয়াংশ আর্য। আরসিবি-পাঞ্জাবের মাঝের দল রাজস্থান রয়্যালস। এই দলের হয়ে ৭ জন ব্যাটার ১৭টি সেঞ্চুরির দেখা পেয়েছেন।
সেঞ্চুরি করার রেকর্ডে এরপরেই আছে দিল্লি ক্যাপিটালস। দলটির হয়ে ৮ জন ব্যাটার করেছেন ১০টি সেঞ্চুরি। সমান সংখ্যক শতক আছে চেন্নাইয়ের নামের সঙ্গে। ধোনির দলের ৭ ব্যাটার মিলে ১০টি সেঞ্চুরির মাইলফলক অর্জন করেছেন।
এছাড়া ৫ বার শিরোপা জেতা মুম্বাইয়ের ৮টি, হায়দারাবাদের ৭টি, গুজরাটের ৫টি, লখনৌর ৪টি, কলকাতার ৩টি, ডেকান চার্জাসের ২টি এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের ২টি করে সেঞ্চুরি রয়েছে।
এমআই