Advertisement
Us Bangla Airlines
এত ছক্কা কীভাবে হাঁকান নিকোলাস পুরান, জানালেন নিজেই

এত ছক্কা কীভাবে হাঁকান নিকোলাস পুরান, জানালেন নিজেই

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ১৫:০৭

ছক্কা মারার সামর্থ্যে ক্যারিবিয়ান ব্যাটারদের খ্যাতি রয়েছে বিশ্ব ক্রিকেটে। কিংবদন্তি ক্রিস গেইল নিজের জাত চিনিয়েছেন বহু আগেই। এরপর পোলার্ড, রাসেল, নারিনরা বিশ্ব ক্রিকেটে শাসন করছে দীর্ঘদিন। টি-টোয়েন্টি ফেরিওয়ালা হিসেবে নারিন-রাসেলরা এখনো খেললেও হালের পালে যুক্ত হয়েছেন আরও অনেক ক্যারিবিয়ান ক্রিকেটার।

উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরানের নামটা আসবে সবার আগেই। মাসেল পাওয়ারে এই ব্যাটার গত কয়েক বছর ধরেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দ্যুতি ছড়াচ্ছেন। আইপিএলের চলতি মৌসুমেও অব্যাহত পুরানের শক্তি পরীক্ষা। লাখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা নিকোলাস পুরান শুরুর দুই ম্যাচেই ‘সিক্স হিটিং মেশিন’ বনে গেছেন।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন নিকোলাস পুরান। যেখানে ৬ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের মাঠে ১৯৪ রান তাড়ায় আবার বিস্ফোরক ইনিংস উপহার দেন পুরান। ৬টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি।

এত বিস্ফোরক ইনিংস খেলেও নিজেকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন পুরান। ছক্কা হাঁকানোর সামর্থ্য নিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা করে ছক্কা মারি না। সর্বোচ্চ চেষ্টা করি ভালো পজিশনে যেতে, এরপর যদি বল সেখানে পাই, চেষ্টা করি ভালো টাইমিং করতে। গত ৯ বছরে নিজের শিল্প নিয়ে কাজ করে চলেছি।’

তিনি বলেন, ‘অবশ্যই এখন ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছি, পাওয়ার প্লেতে ব্যাট করতে পারছি। উইকেট যখন ভালো থাকে, ফায়দা নেওয়াটা গুরুত্বপূর্ণ। ম্যাচ-আপ যখন হয়, নিজের স্কিল মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা থাকে।’

পুরানের ছক্কা হাঁকানোর বড় শৈলী তার ব্যাটিং স্পিড। তবে এই বাঁহাতি ক্রিকেটারের দাবি, তিনি ব্যাটিং স্পিড নিয়ে আলাদা করে কাজ করেন না। 

পুরান বলেন, ‘নিজের ব্যাট স্পিড নিয়ে কখনও কাজ করিনি, স্রেফ অবিশ্বাস্য প্রতিভায় সৌভাগ্যশালী। তবে বছরের পর বছর ধরে যে ধরনের কাজ করে এসেছি, মাঠে সেসবের ফল পেয়ে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’

এমআই