Advertisement
Us Bangla Airlines
টাকা দিয়ে ‘ভক্ত’ ভাড়া করেছেন রিয়ান পরাগ!

টাকা দিয়ে ‘ভক্ত’ ভাড়া করেছেন রিয়ান পরাগ!

খেলা ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ১৫:০৫

ক্রীড়াঙ্গনে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। প্রিয় খেলোয়াড়কে একবার ছুঁতে প্রায়ই ভক্তদের মাঠে নামতে দেখা যায়। ফুটবল কিংবা অন্যান্য খেলায় এই প্রথা বেশি দেখা গেলেও ক্রিকেটে বিষয়টা তেমন নেই বললেই চলে। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট নিয়ে উন্মাদনা সবচেয়ে বেশি। ভারত-বাংলাদেশি ভক্তদের জন্য স্টেডিয়ামে রাখা হয় কড়া নিরাপত্তা। তবুও একাধিকবার ভক্তদের মাঠে নামতে দেখা গেছে।

গতকাল বুধবার আইপিএলে এমনই এক কাণ্ডের দেখা মিলেছে। রাজস্থান রয়্যালসের অন্তর্বর্তী অধিনায়ক রিয়ান পরাগের জন্য এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাকে পা ছুঁয়ে সালাম করেছেন সেই ভক্ত। ইডেন গার্ডেনসে একই কাহিনী দেখা গিয়েছিল চলতি মৌসুমে। সেবার বিরাট কোহলিকে ছুঁতে ছুটে গিয়েছিলেন এক ভক্ত।

কোহলিকে কুর্নিশ করতে সেই ভক্ত মাঠে ঢুকে সটান পায়ে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে গ্রেফতার করেন পুলিশ। কোহলির সঙ্গে সেই ঘটনায় ভক্তদের ইতিবাচক প্রভাব দেখা গেলেও পরাগের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। মাঠে ভক্তের ঢুকে পড়ায় কটাক্ষের শিকার হচ্ছেন রাজস্থানের অধিনায়ক। এমনকি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন নেটিজেনেরা।

এক্স হ্যান্ডেলে ডা. নিমু যাদব নামের একজন লিখেছেন, ‘রিয়ান পরাগ তার পা ছুঁয়ে প্রণাম করার জন্য একজন ছেলেকে ১০ হাজার রুপির বিনিময়ে ভাড়া করেছেন। সে আলোচনায় থাকতে দর্শকদের মনযোগ আকর্ষণ করতে চায়। সে এমন একটা ছেলে সব সময় সকলের নজরে থাকতে ভালোবাসে!’ 

অন্যজন লিখেছেন, ‘ক্রীড়াঙ্গনে ম্যাচ ফিক্সিং সাধারণ বিষয়, তবে রিয়ান পরাগ ফ্যান ফিক্সিং করেছে।’

উল্লেখ্য, কলকাতার বিপক্ষে গতকাল রিয়ান পরাগ ১৫ বলে ২৫ রান করেছিলেন। আর বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচ করেছিলেন। কিন্তু কোনো উইকেট পাননি। অধিনায়ক হিসেবেও দিয়েছেন ব্যর্থতার পরিচয়। রাজস্থানের প্রথম অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচ হেরেছেন রিয়ান পরাগ।

এমআই