
আইপিএলে দুইশর বেশি রান তাড়া করে সেরা ৫ জয়
খেলা ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১৫:০৭
দিল্লি ক্যাপিটালসের সামনে লক্ষ্যটা ২০০ ছাড়িয়ে। সেটাই যেন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আইপিএলে দুই শতাধিক রান তাড়া করে কখনোই জিতেনি দিল্লি। তবে গতকাল বিশাখাপট্টনমে রাজাশেখরা রেড্ডি স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সেই রেকর্ডটাই বাগিয়ে নিল অক্ষর প্যাটেলের দল।
রোমাঞ্চকর এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের ঝড়ে ২০৯ রানের বড় সংগ্রহ তুলে লখনৌ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। মাত্র ৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসে দলটি। তাতে রেকর্ড গড়ে জেতার স্বপ্ন যেন কিছুটা ফিকে হয়ে আসে।
ম্যাচের শেষবেলায় সেই স্বপ্ন যেন উজ্জ্বল করে বসেছেন আশুতোষ শর্মা। ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে নেমে ৩১ বলে ৬৬ রান করে দিল্লিকে ম্যাচ জিতেয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাতে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ২০০ রানের বেশি তাড়া করে জিতেছে দিল্লি। একইসঙ্গে দুই শতাধিক রান করে প্রথমবারের মতো হারের মুখ দেখেছে লখনৌ।
২০০ রানের বেশি তাড়া করে সেরা ৫ জয়
আইপিএলে ২০০-এর অধিক রান তাড়া করে জয়ের সংখ্যা কম নয়। তবে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড রয়েছে পাঞ্জাব কিংসের দখলে। গেল বছর কলকাতার বিপক্ষে এই র্কীতির দেখা পেয়েছে দলটি। ইডেন গার্ডেনসে কেকেআরের করা ২৬১ রান তাড়া করতে গিয়ে ১৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। কলকাতার বোলারদের গুঁড়িয়ে সেই ম্যাচে ৪৮ বলে ১০৮ রান করেন পাঞ্জাবের ওপেনার জনি বেরিস্টো।
এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল রাজস্থান রয়েলসের দখলে। ২০২০ সালে পাঞ্জাব কিংসের করা ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়েলস। সর্বোচ্চ রান তাড়া করে জেতার পরের রেকর্ডটাও রাজস্থানের দখলে। গত মৌসুমে কলকাতার বিপক্ষে ২২৪ রান করে ম্যাচ জিতে নেয় রাজস্থান। সেই ম্যাচে ৬০ বলে ১০৭ রান করে কলকাতার বোলারদের থেকে ম্যাচ ছিনিয়ে নেন রাজস্থানের ওপেনার জস বাটলার।
২০০-এর অধিক রান তাড়া করে জয়ের রেকর্ড আছে আইপিএলে ৫ বার শিরোপা জেতা মুম্বাই ইন্ডিয়ানসের। ২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই র্কীতি গড়ে রোহিত শর্মার দল। কলকাতার দেওয়া ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে ম্যাচের শেষ বলে জয়ের দেখা পায় মুম্বাই। ক্যারিবিয়ান দানব কাইরন পোলার্ডের ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংসে রোমাঞ্চকর ম্যাচটি জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।
আইপিএলে সর্বোচ্চ রান তাড়ায় পঞ্চম স্থানেও রয়েছে রাজস্থান রয়েলস। ২০০৮ সালে ডেকান চার্জার্সের দেওয়া ২১৫ রানের লক্ষ্য টপকে ২১৭ রান করেছিল শেন ওয়ার্নের দল। প্রায় দেড় যুগ আগে হওয়া সেই ম্যাচে অ্যান্ড্রু সাইমন্ডসের সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে ম্যাচটি জিতেছিল রাজস্থান রয়েলস। রেকর্ড রান তাড়ার সেই ম্যাচে রাজস্থানের হয়ে ২৮ বলে ৬১ রানের আগ্রাসী ইনিংস খেলেছিলেন ইউসুফ পাঠান। এছাড়া বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
এছাড়া গ্রায়েম স্মিথের ৭১, মোহাম্মদ কাইফের ৩৪ এবং অধিনায়ক শেন ওয়ার্নের ৯ বলে ২২ রানে ঝড়ো ইনিংস সেবার রাজস্থানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিল।
এমআই