Advertisement
Us Bangla Airlines
গেইল-ওয়ার্নারকে ছাড়িয়ে যে মাইলফলকের শীর্ষে শুভমান গিল

গেইল-ওয়ার্নারকে ছাড়িয়ে যে মাইলফলকের শীর্ষে শুভমান গিল

খেলা ডেস্ক

২৬ মার্চ ২০২৫, ১২:১৪

বড় রানের লক্ষ্য তাড়া করতে শুরুটা ভালো হওয়া চাই। গতকাল আহমেদাবাদে পাঞ্জাব কিংসের দেওয়া ২৪৪ রানের বড় লক্ষ্য টপকাতে শুরুটা দারুণ হয়েছিল গুজরাট টাইটানসের। ওপেনিং জুটি থেকে এসেছিল ৬১ রান। তবে ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ডাগ আউটের পথ ধরেন গুজরাটের কাপ্তান শুভমান গিল।

এরপর সাই সুদর্শন, জস বাটলার, রাদারফোর্ডরা জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত পাঞ্জাবের বিপক্ষে জিততে পারেনি ২০২২ সালে শিরোপা জেতা দলটি। ম্যাচ না জিতলেও ৩৩ রানে ভর করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন ভারতের উঠতি তারকা শুভমান গিল। আইপিএলে নির্দিষ্ট একটি ভেন্যুতে দ্রুততম হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আহমেদাবাদে ১০০০ রান ছুঁতে ১৯ ইনিংস ব্যাট করেছেন গুজরাট অধিনায়ক। যেখানে ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪টি অর্ধশতক। ব্যাটিং গড় ৬০ ছাড়িয়ে। আইপিএলে নির্দিষ্ট ভেন্যুতে দ্রুততম হাজার রান করায় গিলের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। দীর্ঘদিন আরসিবিতে খেলা গেইল ব্যাঙ্গালুরুর মাঠে মাত্র ১৯ ইনিংসে হাজার রান স্পর্শ করেছেন।

ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের সেরা দশে ভারতের রাজত্ব

হায়দ্রাবাদের জার্সিতে লম্বা সময় খেলেছিলেন সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার নেতৃত্বেই একবার শিরোপা জেতার আনন্দ উপভোগ করেছে হায়দ্রাবাদের ভক্তরা। সেই ওয়ার্নার নিজ দলের হোম ভেন্যু পেলেই যেন জ্বলে ওঠতেন। হায়দ্রাবাদের মাটিতে ১০০০ রান স্পর্শ করতে মাত্র ২২ ইনিংস ব্যাট করেছিলেন ওয়ার্নার। যা আইপিএলের দ্বিতীয় দ্রুততম।

আইপিএলে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে নিজেদের মাটিতেই সফল ক্রিকেটাররা। এক ভেন্যুতে সর্বোচ্চ রান রেকর্ড বিরাট কোহলির দখলে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩০৪০ রান করেছেন কোহলি, যা আরসিবির হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২৯৫ রান করেছেন রোহিত শর্মা। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে সবচেয়ে বেশি ম্যাচের সঙ্গে রানের সংখ্যাটাও বেশি মহেন্দ্র সিং ধোনির।

এমআই