Advertisement
Us Bangla Airlines
বিপিএলে যেসব নামে খেলবে চূড়ান্ত হওয়া ৫ দল

বিপিএলে যেসব নামে খেলবে চূড়ান্ত হওয়া ৫ দল

খেলা ডেস্ক

০৫ নভেম্বর ২০২৫, ১০:৪০

পাঁচ দল নিয়েই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হতে পারে এবারের টুর্নামেন্ট। গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর পর্দা উঠবে ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সূচি মাথায় রেখে এমন সংক্ষিপ্ত সময়সূচি নির্ধারণ করেছে বিসিবি। বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হয় নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা। 

বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি, নাবিল গ্রুপ নিয়েছে রাজশাহীর দায়িত্ব, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা।

তবে নিয়ম অনুযায়ী, মালিকানা পরিবর্তন হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম পরিবর্তন করা যাবে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যেই নামগুলো চূড়ান্ত করা হবে।

যদিও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাঁচ দলের সম্ভাব্য নাম প্রায় নির্ধারিত। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস আগের নামেই খেলবে। তবে বদলে যাচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের নাম। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নতুন নাম হতে পারে চিটাগং বুলস, রাজশাহী খেলবে রাজশাহী স্টারস নামে এবং সিলেটের দলটির সম্ভাব্য নাম সিলেট ইউনাইটেড।

এবারের আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে। তবে গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ঢাকার বাইরে বেশি ম্যাচ আয়োজনের দিকেই জোর দেওয়া হবে।

এমআই