Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টিতে এমন ব্যাটিং আগে দেখা যায়নি!

টি-টোয়েন্টিতে এমন ব্যাটিং আগে দেখা যায়নি!

খেলা ডেস্ক

৩১ মে ২০২৫, ১৩:১৭

বাংলাদেশের ব্যাটিং ধস নতুন কিছু নয়। মুহূর্তের মধ্যেই ব্যাটারদের হুমড়ি খেয়ে আত্মহননের গল্পটা বেশ পুরনো। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরেকবার সেই চিত্র দেখা গেল। বিনা উইকেটে ৪৪ রান তোলা বাংলাদেশ পরবর্তী ৩৩ রান করতে গিয়ে হারিয়েছে ৭ উইকেট। এরপরই ১০০ রানের আগে গুটিয়ে বড় পরাজয়ের শঙ্কা করা হচ্ছিলো।

উপরের সারির ব্যাটিং বিপর্যয়ের দিনে আশার বাতিঘর হয়ে দাঁড়িয়েছিলেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নামা এ ক্রিকেটার গতকাল ব্যাট হাতে গড়েছেন বিশ্বরেকর্ড। পাকিস্তানি বোলারদের উড়িয়ে ১ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৩০ বলে ফিফটি করেছিলেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে নামা ব্যাটারের এটা দ্বিতীয় ফিফটি।

এর আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির। মাত্র ১২ দিন আগে গত ১৭ মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে ফিফটি করছিলেন হামিদ। তবে টেস্ট খেলুড়ে দল হিসেবে ৯-এ নেমে একমাত্র ফিফটি করার বিশ্বরেকর্ড শুধু তানজিম সাকিবের। এর আগে টেস্ট খেলুড়ে দলের কোনো ক্রিকেটার এমন ব্যাটিং করতে পারেননি।

এর আগে একই পজিশনে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল আরেক বাংলাদেশির। গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ৩১ রানের ইনিংস খেলে এ রেকর্ড গড়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এবার নিজের সতীর্থকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডে নাম লেখালেন তানজিম হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে এ সংখ্যাটা কম হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয় নম্বরে নেমে ফিফটির ঘটনা রয়েছে ১৫ বার। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করার নজির রয়েছে। বিপিএলে ২০১৬ সালে শ্রীলঙ্কার সেকুগে প্রসন্ন ৯ম ব্যাটার হিসেবে ফিফটি করেছিলেন।

এমআই